লন্ডন

কল্পনাও করিনি খালার কাছ থেকে ফুলের তোড়া নেবো: টিউলিপ

লেবার পার্টির এমপি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ান সিদ্দিক বলেছেন, তিনি মঞ্চে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ফুলের তোড়া নেবেন এ কথা কখনো কল্পনা করেননি।
রোববার সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্ক লেন হোটেলে এক নাগরিক সংবর্ধনায় বলেন, ‘আমি কখনো এটা স্বপ্নে দেখিনি যে, মঞ্চ এসে আমি আমার খালার কাছ থেকে ফুলের তোড়া নিচ্ছি।’
বিশেষ করে বহুপ্রতীক্ষিত ছিল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য অর্জনের জন্য তাঁর সম্মানে এই সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সমর্থন ছাড়া তিনি বৃটিশ পার্লামেন্টে নির্বাচিত হতে পারতেন না।
মুহুর্মুহু করতালির মধ্যে আবেগাপ্লাত টিউলিপ বলেন, ‘আপনারা অনেক করেছেন। আপনাদের সমর্থন, স্নেহ ও ভালোবাসা ছাড়া আমি এ অবস্থানে আসতে পারতাম না।’
অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তার নির্বাচনী এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়ে লেবার পার্টির এই এমপি বলেন, তিনি ৭ মে’র নির্বাচনে ১ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। তার এই নির্বাচনী আসনে বাঙালি ভোটার রয়েছেন ১ হাজার।
নির্বাচনে বাংলাদেশ বংশোদ্ভূত অপর দুই পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ও ড. রুপা হকের নির্বাচনের কথা উল্লেখ করে টিউলিপ বলেন, তিনি গর্বিত যে, যুক্তরাজ্যের এবারের নির্বাচনে তিনজন বাঙালি নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, আগামি ডিসেম্বরে তিনি বাংলাদেশ সফরে আসবেন এবং এ সময় তিনি প্রথম সিলেট ও পরে ঢাকা যাবেন।
এর আগে প্রধানমন্ত্রী ফুলের তোড়া ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী হস্তান্তরকালে তাঁর ভাগ্নি টিউলিপকে জড়িয়ে ধরে কপালে চুমু দেন।
অনুষ্ঠানে অন্যান্য বৃটিশ এমপিরা বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তারা বৃটিশ অর্থনীতির পাশাপাশি রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক অবদানেরও প্রশংসা করেন। বৃটিশ হাউস অব কমান্সের সদস্যরা ‘জয় বাংলা’ বলে অনুষ্ঠানে তাদের বক্তৃতা শেষ করেন।