লন্ডন

যুক্তরাজ্যের এমপি হত্যাকারীকে সন্ত্রাসবাদ আইনে আটক

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি স্যার ডেভিড আমসকে হত্যার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এই হত্যাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করেছে। ডেভিড অ্যামেস শুক্রবার (১৫ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকা এসেক্সের বেলফেয়ারস মেথোডিস্ট গির্জায় অবস্থান করছিলেন। এমতাবস্থায়, একজন আততায়ী এসে তাঁকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের কারণে শেষ পর্যন্ত স্যার ডেভিড মৃত্যুবরণ করেন। তার স্মরণে শনিবার রাতে লে-অন-সিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ঘটনাস্থল থেকে ২৫ বছর বয়সী আলী হারবিকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। সোমালিয়ান বংশোদ্ভূত আলী যুক্তরাজ্যের উগ্রবাদীদের তালিকায় ছিলেন। প্রথমে খুনের অভিযোগে আটক করা হলেও পরবর্তীতে আলীকে সন্ত্রাসবাদের আইনের অধীনে গ্রেফতার দেখানো হয়। ২২ অক্টোবর পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাবে পুলিশ। শুক্রবারের হত্যাকাণ্ডের পর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ৬৫০ জন পার্লামেন্ট সদস্যের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। হাউস অব কমনসের স্পিকার লিন্ডসে হোয়েলও পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। শনিবার (১৬ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী বোরিস জনসন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ