লন্ডন

খালেদা জিয়াকে পাশে বসিয়ে গাড়ি চালালেন তারেক রহমান


চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে
সময় কাটাতে লন্ডনে পৌঁছেছেন
বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট
নেতা বেগম খালেদা জিয়া। আজ বুধবার
স্থানীয় সময় সকাল ৭টায় তিনি
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে
হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এ সময়
তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক
রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপির
নেতাকর্মীরা। পরে মাকে পাশের
সিটে বসিয়ে গাড়ি চালান তারেক
জিয়া। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া
সরাসরি তারেক রহমানের বাসায় গিয়ে
সকালের নাস্তা করে বিকালে হয়তো
ক্যানারি ওয়ার্ফে রেডিসন হোটেলে
উঠবেন। এয়ারপোর্ট থেকে বের হয়ে
তারেক রহমানই মা বেগম জিয়াকে
ড্রাইভ করে এয়ারপোর্ট থেকে নিয়ে
যান। গোলাপি শাড়ি পরিহিত বেগম
জিয়াকে এ সময় খুব উচ্ছ্বসিত
দেখাচ্ছিল।
খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক
রহমানের সাক্ষাতের সময় এক আবেগঘন
পরিবেশের সৃষ্টি হয়। ছেলেকে জড়িয়ে
ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন খালেদা
জিয়া। পবিত্র ঈদুল আজহা লন্ডনেই
উদযাপন করবেন বিএনপি প্রধান। এটিই
বিদেশের মাটিতে পরিবারের সদস্যদের
নিয়ে খালেদা জিয়ার প্রথম ঈদ।
দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ
উদযাপন করছেন তিনি। সেখানে
ইতিমধ্যেই খালেদা জিয়ার ছোট ছেলে
মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী
শর্মিলা, দুই মেয়ে জাহিয়া ও জাফিয়া
লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান
করছেন। সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন
সফরকে ঘিরে সেখানে বিএনপি
নেতাকর্মীদের মধ্যে মিলনমেলা
অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কোনো কোনো
নেতা লন্ডনে অবস্থানও করছেন।
সর্বস্তরের নেতাকর্মীর চোখ এখন
সেখানেই।
জানা গেছে, খালেদা জিয়ার লন্ডন
সফরের পর দলের মধ্যে পুরোদমে শুদ্ধি
অভিযান শুরু হবে। নেতাকর্মীরা বলছেন,
লন্ডন সফরের পর বিএনপির রাজনীতির
নতুন মোড় ঘুরবে। কেন্দ্র থেকে তৃণমূল
বিএনপি নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন
আসবে। দুই সপ্তাহ লন্ডন সফর শেষে বেগম
জিয়া দেশে ফিরবেন বলে জানা
গেছে। সেখানে প্রবাসী
বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা
বিনিময় ছাড়াও ব্রিটেন সরকারের
উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার
বৈঠকের কথা রয়েছে। উল্লেখ্য, চোখের
চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল
রাত সাড়ে ৯টায় এমিরেটস
এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা
ছাড়েন তিনি। তবে চিকিৎসাকে
কেন্দ্র করে তার এ সফর হলেও এটি
রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে
বলে মনে করছেন বিশ্লেষকরা।