লন্ডন

ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যামেরন ছিলেন গাঁজাখোর!

গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড
ক্যামেরনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করা
হয়েছে একটি জীবনীমূলক বইয়ে। অক্সফোর্ড
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মৃত শূকরের সঙ্গে
ভাষায় প্রকাশ কর যায় না এমন জঘন্য কাজ
করেছিলেন ক্যামেরন। একটি লম্পট দলের
সদস্য হিসাবে গাঁজা জ্বালিয়ে নেশা
করেছিলেন, কোকেন খেতেন বলেও ওই
বইতে দাবি করা হয়েছে।
বইয়ে লেখকের এই দাবি আপত্তিকর হলেও
আপাতত মুখে কুলুপ এঁটেছে ডাউনিং স্ট্রিট।
এই বিষয়ে কোনও রকমের মন্তব্য করতে
অস্বীকার করেছে তারা। কনজারভেটিভ
পার্টির প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান লর্ড
অ্যাসক্রফ 'কল মি ডেভ : দ্য আনঅথরাইজড
বায়োগ্রাফি' শীর্ষক বইটিতে এই দাবি
করেছেন বলে মিডিয়া সূত্রে খবর।
এই বইতে ক্যামেরনের বিরুদ্ধে অভিযোগ
তোলা হয়েছে,অক্সফোর্ডে পড়ার সময়
পিয়ারস গাভেস্টন সোস্যাইটি নামের একটি
ভ্রষ্ট দলের সদস্য ছিলেন ক্যামেরন।
এছাড়াও কুখ্যাত বুলিংডন ক্লাবেরও সদস্য
ছিলেন তিনি।
বইতে লেখকের দাবি, এই পিয়ারস গাভেস্টন
সোস্যাইটির একটি অনুষ্ঠানে মৃত শূকরের
সঙ্গে অশ্লীল ক্রিয়ায় ভাগ নিয়েছিলেন
ক্যামেরন। এই অশ্লীল কাজের দলিল
হিসাবে ছবিও রয়েছে বলে বইতে দাবি
করেছেন অ্যাসক্রফ।
এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা
মিলে গাঁজা টানতেন, কোকেনের নেশা
করতেন, যারা ফ্লেম ক্লাব বলে পরিচিত
ছিল। বইয়ের এই সব তথ্য দেখে ক্যামেরনকে
আক্রমণে খোরাক পেয়েছে যেখানে একদল
রাজনীতিবিদ। সেখানেই একদল মনে করছে
শুধুমাত্র ক্যামেরনের ভাবমূর্তি নষ্ট করার
অভিপ্রায়ই বইতে এইসব লিখে চাঞ্চল্য
তৈরি করার চেষ্টামাত্র।
সূত্র : ওয়ান ইন্ডিয়া