লন্ডন

ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে দুই প্রার্থীর নানা কৌশল

প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর আবারও সরগরম হয়ে উঠেছে ব্রিটেনের রাজনীতি। নতুন করে ব্রিটেনের প্রধানমন্ত্রীর আসনে বসতে নানা কৌশল অবলম্বন করছেন ঋষি সুনাক ও লিজ ট্রাস। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকার জন্য এ দুজন কনজারভেটিভ পার্টি ম্যান এবার বেছে নিলেন অভিবাসন প্রেক্ষাপটকে। অভিবাসনকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে পারলে প্রধানমন্ত্রিত্ব ভাগিয়ে নিয়ে যেতে পারবেন যে কেউ এমনটাই ধারণা করা হচ্ছে। এদিকে ব্রিটেনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীরা শিক্ষা, অর্থনীতি এবং অভিবাসনসংক্রান্ত বিষয় নিয়ে তোড়জোড় আলোচনা শুরু করেছেন। প্রার্থীরা সবচেয়ে বেশি অভিবাসন বিষয়টিকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চাইছেন। এ ছাড়া প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে থাকা লিজ ট্রাসের বেশ জনপ্রিয়তা রয়েছে তার দল কনজারভেটিভ পার্টির তৃণমূলে। অন্যদিকে করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজের কারণে ঋষি সুনাকও প্রশংসিত হয়েছেন। চলমান লড়াইয়ে যদি ঋষি সুনাক জয়ী হন তাহলে তিনিই হতে যাচ্ছেন ব্রিটেনের প্রথম অভিবাসন থেকে আসা প্রধানমন্ত্রী। এলএবাংলাটাইমস /এজেড