লন্ডন

মামলায় জিতলেন সাবেক সৌদি রাজা ফাহাদের ‘গোপন স্ত্রী’

পরলোকগত রাজা ফাহাদের ‘গোপন’ স্ত্রী
‘জানান হার্ব’ ক্ষতিপূরণের মামলা জয়ী
হয়েছেন। ব্রিটিশ আদালত এক কোটি ২৩ লাখ
পাউণ্ড সমপরিমাণ অর্থ এবং লন্ডনের
কেন্দ্রস্থলে এক কোটি পাউন্ড মূল্যের দু’টি
ফ্ল্যাট হার্বকে দেয়ার রায় দিয়েছে।
ফাহাদের ছেলে প্রিন্স আবদুল আজিজের
বিরুদ্ধে এ রায় দিয়েছেন লন্ডনের
হাইকোর্টের বিচারপতি পিটার স্মিথ।
আজীবন খোরপোশ দেবেন বলে রাজা ফাহাদ
যে প্রতিশ্রুতি দিয়েছিলেন হার্বের সঙ্গে
তা রক্ষা করার চুক্তি করেছিলেন প্রিন্স
আবদুল আজিজ। আদালতে পেশ করা হার্বের
এ আর্জি মেনে নিয়েছে লন্ডন হাইকোর্ট।
লন্ডন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল
করার জন্য প্রিন্স আবদুল আজিজকে ২৮
দিনের সময় দেয়া হয়েছে।
ফিলিস্তিনের খ্রিস্টান পরিবারে
জন্মগ্রহণকারী ৬৮ বছর বয়সী হার্ব বর্তমানে
ব্রিটিশ নাগরিক। ১৯৬৮ সালে ১৯ বছর বয়সী
‘জানান হার্ব’কে গোপনে বিয়ে করেছিলেন
তৎকালীন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স
ফাহাদ। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ
করেছিলেন হার্ব।
রাজা ফাহাদের পরিবার এ বিয়ে মেনে না
নেয়ায় ১৯৭০ সালে ফাহাদের ভাইয়ের
নির্দেশে সৌদি আরব ছাড়তে হয়েছিল
‘জানান হার্ব’কে। সৌদি আরব ত্যাগ করতে
হার্বকে মাত্র দু’ঘণ্টা সময় দেয়া হয়েছিল।
পরে ‘জানান হার্বের’ ব্যক্তিগত মালপত্র
বৈরুতের সৌদি দূতাবাসের ঠিকানায়
পাঠিয়ে দেয়া হয়।