লস এঞ্জেলেস

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ সফি হকের ইন্তেকাল - বাফলার সহযগিতা

মোঃ সফি হক ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব । তিনি লস এঞ্জেলেসের উত্তরন শিল্পী গোষ্ঠীর একজন বলিষ্ঠ সদস্য ও কর্মী ছিলেন । সেই সাথে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এর একজন কর্মী ছিলেন । লস এঞ্জেলেসের বহুত অনুষ্ঠানে তিনি অংশ নিতেন এবং দর্শক দের আনন্দ দিতেন । সবার কাছে তিনি সদা হাস্য এক পরিচিত মুখ। তিনি ১৮ বছর যাবত প্রবাসে জীবন যাপন করছেন ।গত ২১ ফেব্রয়ারি ২০১৫ তারিখে তিনি মৃত্যুবরণ করেন । তিনি দুরারোগ্য পাকস্থলীর কান্সারে আক্রান্ত ছিলেন । UCLA মেডিকেল সেন্টারে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন । দীর্ঘ রোগভোগের পর তিনি অবশেষে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেন । ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্রের জনক । তার অসুস্থ স্ত্রী বর্তমানে আমেরিকায় রয়েছেন ।
বাংলাদেশে তার বাড়ি নোয়াখালী জেলায় । বাংলাদেশ থেকে তিনি দক্ষিণ আফ্রিকা যান , সেখান থেকে তিনি আমেরিকা আসেন । মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি লস এঞ্জেলেসের লংবিচ শহরে বসবাস করতেন ।ইতিপূর্বে মোঃ সফি হক স্ত্রীর ব্রেন স্ট্রোকের কথা শুনে বাংলাদেশে যান । বাংলাদেশে থাকাকালীন মোঃ সফির পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে । এরপর তিনি স্ত্রীকে সাথে নিয়ে আমেরিকায় ফিরে আসেন । তার একমাত্র ছেলে বাংলাদেশে থেকে যায় । দীর্ঘদিন রোগভোগের কারনে জনাব সফি হক পরিবারের জন্য উপার্জনে অক্ষম হয়ে যান । তিনি সরকারী সাহায্য ভাতার আবেদন করেন । এভাবে অতি কষ্টে তাদের দিনাতিপাত হচ্ছিলো । তার কোন সঞ্চয়ও অবশিষ্ট নেই ।
গত ২১ ফেব্রয়ারি ২০১৫ তারিখে মোঃ সফি হক ইন্তেকাল করার পর তার সৎকার করা নিয়ে অর্থনৈতিক বিপত্তি দেখা দেয় । এসময় তার পরিবারের পাশে এসে দাড়ায় প্রবাসীদের সংগঠন বাফলা । জনাব মারটেন রহমান নামের এক মহান ব্যক্তি তার জন্য কবরের জায়গা দান করেন । কমিউনিটির সকলে মিলে তার শেষকৃত্য অনুষ্ঠানের ব্যয় বহন করেন । বর্তমানে মোঃ সফি হকের স্ত্রী গুরতর অসুস্থ এবং বাংলাদেশে অবস্থানরত ২১ বছর বয়সের ছেলেটি কোন উপার্জনে সক্ষম হয়ে ওঠেনি । তাদের কোন সঞ্চিত টাকাও নাই । ছেলে টি আমেরিকাতে আসার চেষ্টা করছে।
মোঃ সফি হকের পরিবারের এমনই দুঃসময়ে বাফলা তাদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে । এ উপলক্ষে গত ১লা মার্চ ২০১৫ রবিবারে বাফলার অফিসে হয়ে গেলো দোয়া মাহফিল ও ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠান । এ সময় তার আত্মজীবনী নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তৃতা করেন উত্তরণ শিল্পীগোষ্ঠীর সভাপতি জনাব ডাঃ আবুল হাশেম , জনাব সাদিক সহ প্রমুখ ব্যক্তিরা । জনাব ডাঃ আবুল হাশেম অনুষ্ঠানটি পরিচালনা করেন । বাফলা সভাপতি সিফার চৌধুরী ঘোষণা দেন , সান গাব্রিয়েল ব্লু বার্ডে এ বাফলা নিজস্ব কবরস্থান ক্রয় করবে । যাতে এরকম অবস্থায় অসহায় মানুষদের সহায়তা করা যায় । তিনি বলেন , মানুষ মানুষের জন্য । আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । হিংশা বিদ্বেষ না করে আমরা একে অন্যের পাশে দাঁড়াবো । কে কোন দল করেছে তা বড় ব্যাপার না । বাফলা যে আজ কনিউনিটির মানুষের কষ্টের সময়ে সাহায্যের হাত বাড়ায়ে দেয় এটাই বাফলার বৈশিষ্ট্য । বাফলা সভাপতি এসময় তার পরিবারের ভরনপোষণ মনিটরের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন , জনাব ডাঃ আবুল হাশেম , জনাব ড্যানি তায়্যেব , জনাব জসিম আশরাফী, জনাব সামছুদ্দিন মানিক । অনুষ্ঠান শেষে দোয়া করা হয় এবং খাবারের প্যাকেট বিতরন করা হয় ।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক মহান ব্যক্তি আবেগ আপ্লুত হয়ে কমিউনিটির জন্য আরও একটি কবরস্থানের জায়গা দান করার ঘোষণা দেন ।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে মরহুম মোঃ সফি হকের পরিবারের জন্য তহবিল গঠন করা হয়। বিভিন্ন ব্যক্তিবর্গ নগদে সহায়তা করেন। অনেকে প্রতিশ্রুতি দেন। আরোও ছবি দেখুন ঃ