দীর্ঘ সময় লকডাউনে থাকায় মানসিকভাবে ভঙ্গুর সময় পাড়ি দিচ্ছে সবাই। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বাসিন্দাদের ঘরে থাকতেই অনুরোধ করছেন। বৃহস্পতিবার তিনি নির্দেশ দিয়েছেন অরেঞ্জ কাউন্টির সৈকত বন্ধ করে দিতে।
এদিকে কর্মকর্তারা বলছেন, একঘেয়েমি কাটাতে ঘরে থেকেই বেশ কিছু কর্মকাণ্ড চালানো যাবে। এতে মনস্তত্ব চাঙা থাকবে সবার। এসবের মধ্যে রয়েছে, গাছে চড়া, ধ্যান করা, শরীরচর্চা, ফটোগ্রাফি ইত্যাদি।
বেশ কিছু কাউন্টি থেকে বিধিনিষেধ তুলে নিতে চাপ বাড়ছে। আসছে মাসগুলোতে অর্থনীতি সচলের পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর নিউসাম। একইসঙ্গে সতর্ক থেকে বলেছেন, অসময়ে লকডাউন তুলে নিলে তা অর্থনীতির দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। গভর্নর বলেন, যখন কয়েক সপ্তাহের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারছি, তাহলে কেন এই ঝুঁকি?
স্থানীয় নেতাদের বিরোধিতা সত্ত্বেও নিউসাম অরেঞ্জ কাউন্টির সৈকত বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, নির্দিষ্ট কারণেই ওসব সৈকতে আশঙ্কার কারণ তৈরি হয়েছে। সেখানে যারা জড়ো হচ্ছেন তারা সামাজিক দূরত্ব মানছেন না। তারা অন্যান্য কাউন্টি ও হসপিটালকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারেন।
বৃহস্পতিবার ঘরে বসেই বাসিন্দারা করতে পারবেন এমন কিছু শারীরিক পরিশ্রমের তালিকা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা জানানো, স্বাস্থ্যের জন্য উপযোগী কাজগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে চালিয়ে নেওয়া যাবে। যেমন, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন (সিঙ্গেল), বেসবল ছোঁড়া, বাইকিং, সাইক্লিং, একা একা বাগানের যত্ন নেওয়া, ঘুড়ি উড়ানো, পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক, ইয়োগা ইত্যাদি।
নিউসাম আরও জানান, আসন্ন মাসগুলোতে চারধাপে ক্যালিফোর্নিয়া সচল করা যেতে পারে। জুলাই কিংবা আগস্টে খোলা হতে পারে স্কুলগুলো।
/এলএ বাংলা টাইমস/এন/এইচ