হাতে পতাকা কিংবা স্পিডবোটের ছবি এঁকে নিয়ে এসেছেন অনেকে। তারা করছেন ক্যালিফোর্নিয়ার সৈকতগুলো বন্ধ করার প্রতিবাদ। শুক্রবার ক্যালিফোর্নিয়ার স্টেট ক্যাপিটোলে জড়ো হওয়া আন্দোলনকারীদের আহ্বান ছিল রাজ্য থেকে লকডাউন প্রত্যাহার করে নেওয়া। গভর্নর গেভিন নিউসামকে লক্ষ্য করে ছিল হাজারখানেক মানুষের এই বিক্ষোভ কর্মসূচি। ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে ইতোমধ্যে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আন্দোলনকারীরা নিউসামকে একনায়ক বলে বিক্ষোভ করতে থাকে ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করে। ট্রাম্প এই সিদ্ধান্ত গভর্নরদের ওপর ছেড়ে দিয়েছে বলে জানান তারা। সুসান ডরিটি নামের মোডেস্টোর এক বাসিন্দা বলেন, ১ মে পর্যন্ত অচল করে রাখার ইচ্ছাটা গভর্নরদের। ট্রাম্পের নয়।
এই ধরনের প্রতিবাদ-সমাবেশ ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের কাছে অনুমোদিত নয়। তবে তারা বিকেলের শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়া থেকে বিরত থাকে। তবে কিছু গ্রেফতারের ঘটনাও ঘটেছে। মিশেল নামের এক নারী অভিযোগ জানিয়ে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আমাদের গ্রেফতার করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার অন্যান্য অঞ্চল থেকেও অনেকে এসে প্রতিবাদে যোগ দেয়। আন্দোলনকারীদের মধ্যে ছিল অফিস ক্লার্ক, দোকানি ও সংকটে প্রথম ধাপের কর্মীরা। যাদের অভিযোগ ছিল কাজে তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে না।
কিছুদূর দূরেই পরবর্তীতে ব্রিফিং দিচ্ছিলেন গভর্নর নিউসাম। তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতায় তিনি বিশ্বাস করেন। নিজেদের বক্তব্য জানানোর জন্য তিনি প্রতিবাদকারীদের ধন্যবাদও জানান।
তবে আন্দোলনকারীরা শ্লোগান তুলেন, ‘এ ধরনের একনায়কতন্ত্র বন্ধ করুন’। ‘আমরা সুস্থ। সবকিছু সচল চাই।’
লেই ডানডাস নামের সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে আসা এক আইনজীবী আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি সৈকতগুলো বন্ধের ব্যাপারে গভর্নরের সমালোচনা করেন এবং ‘স্বাধীনতা’ ফিরে চান বলে জানান।
/এলএ বাংলা টাইমস/এন/এইচ