লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টির সৈকতে নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই



লকডাউন বিরোধীরা, সার্ফার ও স্থানীয় অনেক বাসিন্দাই অরেঞ্জ কাউন্টির সৈকতে নিষেধাজ্ঞা মানছেন না। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম সৈকতগুলো বন্ধের নির্দেশনার মাঝেই শনিবার এমন পরিস্থিতি দেখা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অরেঞ্জ কাউন্টির সৈকতে বিধিনিষেধ আরোপ করে প্রশাসন। বৃহস্পতিবার এই ঘোষণা দেন নিউসাম।


নিউপোর্ট বিচ পিয়ার এর উত্তর অংশে ৭০ জনের মতো জড়ো হয়েছিলেন। তারা সৈকতে যেতে চান। বিকেলের দিকে তারা সৈকত পাড়ে হাঁটাচলা শুরু করেন। পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বলেন। এছাড়া সৈকতে নিষেধাজ্ঞার বিষয়টি আকাশ থেকে হেলিকপ্টারেও প্রচার করা হয়। সার্ফারদেরও এসময় সরে যেতে বলা হয়। এ সময় অনেকেই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। 

হানটিংটন সৈকতেও হয়েছে বিক্ষোভ। লকডাউন ও সৈকতে বিধিনিষেধের প্রতিবাদে আন্দোলনকারীরা প্রতিবাদ জানানে থাকেন। এদিকে লাগুনা বিচ সিটি কাউন্সিল ৬টা থেকে ১৯টা পর্যন্ত ছুটির দিনগুলোতে সৈকতে জড়ো হওয়ার পক্ষে ভোট দিয়েছে। মেয়র প্রো টিম স্টিভ জানান, অনেক বিষয়ে সহমত জানালেও সৈকত বন্ধের সিদ্ধান্ত তাদের ফিরিয়ে দিতে হয়েছে।

আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, গভর্নর পরিকল্পনা দিতে বলেছেন আমরা দিয়েছি। তিনি কী পদক্ষেপ নেন আমরা দেখার অপেক্ষায় রয়েছি। আশা করি আমাদের পরিকল্পনা তার পছন্দ হবে ও আমরা সৈকতগুলো খোলার অনুমতি পাব।

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সপ্তাহজুড়ে অরেঞ্জ কাউন্টির সৈকতে অনেককে জড়ো হতে দেখা গেছে। এ নিয়ে সংবাদ ছাপিয়েছে জাতীয় পত্রিকাগুলোও। গভর্নর নিউসাম জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে সৈকত খুলে দেওয়া হবে। তবে নির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করেননি তিনি।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ