অব্যাহত চাপের মুখে চলতি সপ্তাহেই ক্যালিফোর্নিয়া জুড়ে লকডাউন শিথিল হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। তিনি বলেন, এই সপ্তাহেই আমরা পরবর্তী ধাপে প্রবেশ করছি। করোনা নিয়ে সর্বশেষ তথ্য ও ডাটা এই সম্ভাবনা দাঁড় করাচ্ছে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানান গভর্নর।
বই, খেলনা ও বিনোদন সামগ্রীসহ বিভিন্ন দোকান খোলার ব্যাপারে চলতি সপ্তাহেই দিক নির্দেশনা দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে ব্যবসা পরিচালনার জন্যও সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। তবে কাউন্টিগুলো বাড়তি শিথিলতা দাবি করলে তাদের হাসপাতালের সক্ষমতা, কিট ও সংস্পর্শ চিহ্নিতকরণ নিয়ে পর্যাপ্ত পদক্ষেপের কথা জানাতে হবে।
স্টেট ক্যাপিটল, অরেঞ্জ কাউন্টিসহ বিভিন্ন জায়গায় লকডাউন বিরোধী আন্দোলন বৃদ্ধি পাওয়ার মধ্যেই গভর্নর নতুন এই সিদ্ধান্তের কথা জানালেন। তবে কিছু বিরোধিতা থাকা সত্ত্বেও বিভিন্ন জরিপে দেখা যায় ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ বাসিন্দাই গভর্নর নিউসামের পদক্ষেপের প্রশংসা করছে।
লকডাউন শিথিল করতে প্রশাসনের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে থাকবে, যত বেশি সম্ভব করোনা আক্রান্ত শনাক্ত করা। এছাড়া ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে সংস্পর্শে আসাদের কোয়ারেন্টিনে নেওয়া। ক্যালিফোর্নিয়ায় বেশ কিছু কাউন্টিতে করোনার প্রাদুর্ভাব দেখা গেছে। একইসঙ্গে আবার কিছু কিছু কাউন্টিতে খুব কম বাসিন্দারই করোনা হয়েছে।
এর আগে, রাজ্যের মডোক, ইয়ুবা ও সাটার কাউন্টি শর্ত সাপেক্ষে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কাউন্টিগুলো রেস্টুরেন্ট, শপিং মল, জিম, ফিটনেস স্টুডিও, স্যালুন ইত্যাদি খোলা রাখবে। সেইসঙ্গে মানবে অন্তত ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বেশকিছু নির্দেশনা।
/এলএ বাংলা টাইমস/এন/এইচ