লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা মেয়র গ্যারসেটির


লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি জানিয়েছেন, করোনার এই সময়ে শহরের বাসিন্দাদের সংকট লাঘবে তাদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে। ঘরে সহিংসতা, ঋণ, চাকরিচ্যুতের ঘটনা, দেউলিয়া হওয়া বা বিভিন্ন বিরোধ নিরসনে আইনজীবীরা কাজ করবেন।   


সংবাদ সম্মেলনে গ্যারসেটি বলেন, এগুলো খুবই জটিল বিষয়। আমরা সবাই সবসময় আইন ভালো বুঝি না। এসময় আইনজীবী পাশে থাকা সম্ভাবনা তৈরি করে।

এছাড়া আইনজীবীরা সাহায্য করবেন ক্ষুদ্র ব্যবসায়ীদের। যাতে তারা ক্ষতি কাটিয়ে উঠেন এবং স্বাস্থ্য-নিরাপত্তা বিধি মানিয়ে চলতে পারেন। গ্যারসেটি বলেন, ছোট ছোট ব্যবসাগুলো আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তারা যেন শিকড় না হারিয়ে ফেলেন তা গুরুত্বপূর্ণ।

অভিবাসীসহ সকল লস এঞ্জেলেসের বাসিন্দাই আইনি সুযোগ পাবেন। মেয়র বলেন, যারা যারা সংকট নিয়ে উদ্বিগ্ন আমরা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছি।

আইনি সহায়তা দিতে চাওয়া প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এগিয়ে এসেছে। যেসব আইনজীবীরা তাদের সঙ্গে কাজ করতে চান তাদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আইনজীবীদের সাহায্যের উদ্যোগ এমন সময়ে নেওয়া হলো যখন মহামারির নতুন ধাপে ধীরে ধীরে ক্যালিফোর্নিয়ার লকডাউন শিথিল করার চিন্তাভাবনা করা হচ্ছে।

ইতোমধ্যে গভর্নর গেভিন নিউসাম ঘোষণা করেছেন, রাজ্যের শহরগুলোর মধ্যে লস এঞ্জেলেসই যখন করোনা বেশি ছড়িয়েছে, সবশেষেই সেখানে বিধিনিষেধ শিথিল করার চিন্তাভাবনা করা হচ্ছে।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ