বসন্তের এই সময়ে গ্রীষ্মের চেয়ে একটু বেশিই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে। উপকূলবর্তী এলাকাগুলোতে ৮৫ থেকে ৯০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বজায় থাকতে পারে বলে জানিয়েছে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
মঙ্গলবার মূল ভূখণ্ডে সান বার্নারদিনহোর মতো শহরগুলোতে তাপমাত্রা ছিল ৯৯ ডিগ্রি ফারেনহাইটের মতো। পাম স্প্রিং এ তাপমাত্রা রেকর্ড করা হয় আরও বেশি ৪১ ডিগ্রি সেলসিয়াস।
এমন পরিস্থিতিতে লস এঞ্জেলেস কাউন্টি জানিয়েছে, ৬টি কুলিং সেন্টার বুধবার ও বৃহস্পতিবার বিকেল থেকে ৬টা পর্যন্ত সেবা দিয়ে যাবে। যাদের বাড়িতে এয়ার-কন্ডিশনিং ব্যবস্থা নেই তারা কুলিং সেন্টারে সময় কাটাতে পারবেন। তবে করোনাভাইরাস রোধে তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
এখন বাতাসের মান অন্য সময়ের চেয়ে ভালো। সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট বলছে, বসন্তের শুরুতে বৃষ্টি ও করোনার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় বাতাস এখন পরিশুদ্ধ। যদিও তা স্বল্প সময়ের জন্যে।
তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে ও তাপমাত্রা তুলনামূলকভাবে কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
/এলএ বাংলা টাইমস/এন/এইচ