কভিড-১৯ এর কারণে ক্যালিফোর্নিয়ার শহর লস এঞ্জেলেসে ‘বাড়িতেই নিরাপত্তা’ (safer-at-home) আদেশের মেয়াদ শুরু হয়েছে ১৯ মার্চ থেকে এবং তা ১৫ মে পর্যন্ত চলবে।
আট সপ্তাহব্যাপী চলা এই লক ডাউনের পর সরকারের লক ডাউন শিথিলকরণ পরিকল্পনার আওতায় সমগ্র ক্যালিফোর্নিয়াজুড়ে অবস্থিত স্বল্প ঝুঁকিপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো শুক্রবার পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে লস এঞ্জেলেস সিটি এজন্য এখনও প্রস্তুত নয় বলে মনে করছেন মেয়র এরিক গার্সেটি।
সারা বিশ্বে নভেল করোনা ভাইরাসের প্রকোপে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৭ লাখ এবং মৃত্যুর মিছিল প্রায় ২ লাখ ৫৭ হাজার। এই মৃত্যুর মিছিলের তালিকায় শীর্ষে থাকা দেশেগুলোর প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এই ভাইরাসের আক্রমণে ৩০ এপ্রিল পর্যন্ত শুধু আমেরিকাতেই আক্রান্তের সংখ্যা ছিল ১০ লাখ ৪০ হাজারের বেশি যা বর্তমানে প্রায় ১২ লাখ ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৭২ হাজার ৪১৭ জন, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের সর্বাধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা অঙ্গরাজ্যগুলোর মধ্যে মোট ৫৮,৬৮৫ জন আক্রান্ত ও ২,৩১২ মৃত্যু নিয়ে ৫ম অবস্থানে আছে ক্যালিফোর্নিয়া। উল্লেখ্য যে, সমগ্র ক্যালিফোর্নিয়ার মধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ২৬,২৩৮ জন - যেখানে ১,২৬০ জন মৃত্যুবরণ করেছেন। লস এঞ্জেলেস কাউন্টি জনস্বাস্থ্য বিভাগের পরিচালক বারবারা ফেরার জানান, করোনাভাইরাসের ৫৬৮ টি নতুন কেসও রিপোর্ট করা হয়েছে এবং তিনি এও উল্লেখ করেন যে, সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা সীমিত হওয়ায় সোমবারের প্রকাশিত সংখ্যা সাধারণত কম থাকে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জানান, তার পরিকল্পনা অনুযায়ী শুক্রবারের প্রথম অংশে ক্যালিফোর্নিয়ায় লক ডাউন তুলে দেওয়ার (reopening) দ্বিতীয় ধাপে চলে যাবে, যেখানে কম-ঝুঁকিপূর্ণ কর্মস্থলগুলোকে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধের জন্য সংশোধিত করে পুনরায় কার্যক্রম শুরু করতে অনুমতি দেয়া হবে। এসমস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে লেনদেন চলার সুবিধার কারণে ঝুকির সম্ভাবনা কম। এসব কম-ঝুঁকিপূর্ণ কর্মস্থলগুলোর মধ্যে রয়েছে – বইয়ের দোকান, কাপড়ের দোকান, ক্রীড়া-সামগ্রীর দোকান এবং ফুলের দোকান।
গভর্নর নিউজম এর মতে, বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হবে যার মাধ্যমে এসকল ব্যবসাপ্রতিষ্ঠান অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা মেনে কাজ করার পাশাপাশি কার্বসাইড পিকআপ এর সুবিধাও ভোগ করতে পারবে। পৃথক কাউন্টিগুলো (individual counties) কে কঠোর আদেশ নির্বাহের জন্য কর্তৃত্ব দেয়া থাকবে এবং সেখানে এধরনের ব্যবসাসমূহ পুনরায় চালু হতে হয়ত বিলম্ব হবে। তিনি বলেন, "আমরা উপলব্ধি করছি যে, আমাদের এই পরিবর্তন এর সাথে সাথে আমাদের আচরণও পরিবর্তিত হবে এবং কমিউনিটিতে রোগ বিস্তারের সম্ভাব্যতাও তৈরী হবে।“
লস এঞ্জেলেস কাউন্টিতে এই প্রদেশের জনসংখ্যা সমগ্র জনগোষ্ঠীর প্রায় এক-চতুর্থাংশ হওয়া স্বত্বেও কভিড-১৯ এর সমুদয় মৃত্যুহারের প্রায় অর্ধেক এর কাছাকাছি। জনস্বাস্থ্য বিভাগের পরিচালক বারবারা ফেরার এটা সরাসরি স্বীকার না করলেও তিনি জানান, তারা সরকারের নিষেধাজ্ঞা শিথিলের আদেশ অনুযায়ী কাজ করবেন এবং নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব প্রদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার অনুমতি দেয়া হবে।
অন্যদিকে মেয়র এরিক গার্সেটি জানান, নির্দিষ্ট কিছু ব্যবসায়ের পুনরায় উন্মুক্ততার অনুমতির জন্য “বাড়িতেই নিরাপত্তা” (safer-at-home) সংক্রান্ত কিছু আদেশ শিথিল করার পরিকল্পনা নিয়ে তিনি এবং কাউন্টি কর্মকর্তারা আলোচনা করছেন। কিন্তু তার মতে, সকল ধরণের ব্যবসা-প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এবং সব কিছু আবার পূর্বাবস্থায় ফিরে যেতে কিছু সময়ের প্রয়োজন। যদিও এই ব্যপারে নির্দিষ্ট কোন সময়সীমা তিনি উল্লেখ করেননি।
"আমি পরিষ্কারভাবে বলতে চাই যে, এটি কয়েক সপ্তাহের চেয়ে বেশি সময় নিতে পারে।" গার্সেটি তার প্রাত্যহিক করোনভাইরাস আপডেটের সময় একথা জানান। তিনি আরো উল্লেখ করেন, "লক ডাউন তুলে দেওয়ার ব্যপারটি একসাথে বিশাল আকারে করা সম্ভব হবে না। এক্ষেত্রে সময়ের মূল্যায়নে ধাপে ধাপে আমাদের প্রতিটি পদক্ষেপ ধার্য করতে হবে এবং আমরা আমাদেরকে দেয়া সরকারের ব্যবস্থাপত্র অনুশীলনের মাধ্যমে এতে আরও সফল হতে পারব ''
গার্সেটি বলেন, যদি শহর ও কাউন্টি অতি দ্রুত বা ভুলভাবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চালু করে, তাহলে এটি হয়ত আবার সমস্ত সামাজিক দূরত্বকে এবং বিচ্ছিন্নতাকে (isolating) পূর্বাবস্থায় নিয়ে যাবে যা লস এঞ্জেলেস -এর অধিবাসীগন গত আট সপ্তাহ ধরে দেখে আসছে। এভাবে করোনভাইরাস ছড়িয়ে পড়া এবং কেসগুলি বাড়তে শুরু করলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর পরও আবার বন্ধ করতে হতে পারে।
স্বাস্থ্যবিদদের কাছ থেকে সম্মতি পাওয়ার এসপ্তাহের মধ্যেই জানাতে পারবেন অন্য কোন কোন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কখন এবং কী উপায়ে পুনরায় চালু করা যাবে। এরপর তিনি ঘোষণা দেবেন।
এলএবাংলাটাইমস/এফএজেড/এলএ
			
				
			আট সপ্তাহব্যাপী চলা এই লক ডাউনের পর সরকারের লক ডাউন শিথিলকরণ পরিকল্পনার আওতায় সমগ্র ক্যালিফোর্নিয়াজুড়ে অবস্থিত স্বল্প ঝুঁকিপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো শুক্রবার পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে লস এঞ্জেলেস সিটি এজন্য এখনও প্রস্তুত নয় বলে মনে করছেন মেয়র এরিক গার্সেটি।
সারা বিশ্বে নভেল করোনা ভাইরাসের প্রকোপে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৭ লাখ এবং মৃত্যুর মিছিল প্রায় ২ লাখ ৫৭ হাজার। এই মৃত্যুর মিছিলের তালিকায় শীর্ষে থাকা দেশেগুলোর প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এই ভাইরাসের আক্রমণে ৩০ এপ্রিল পর্যন্ত শুধু আমেরিকাতেই আক্রান্তের সংখ্যা ছিল ১০ লাখ ৪০ হাজারের বেশি যা বর্তমানে প্রায় ১২ লাখ ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৭২ হাজার ৪১৭ জন, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের সর্বাধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা অঙ্গরাজ্যগুলোর মধ্যে মোট ৫৮,৬৮৫ জন আক্রান্ত ও ২,৩১২ মৃত্যু নিয়ে ৫ম অবস্থানে আছে ক্যালিফোর্নিয়া। উল্লেখ্য যে, সমগ্র ক্যালিফোর্নিয়ার মধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ২৬,২৩৮ জন - যেখানে ১,২৬০ জন মৃত্যুবরণ করেছেন। লস এঞ্জেলেস কাউন্টি জনস্বাস্থ্য বিভাগের পরিচালক বারবারা ফেরার জানান, করোনাভাইরাসের ৫৬৮ টি নতুন কেসও রিপোর্ট করা হয়েছে এবং তিনি এও উল্লেখ করেন যে, সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা সীমিত হওয়ায় সোমবারের প্রকাশিত সংখ্যা সাধারণত কম থাকে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জানান, তার পরিকল্পনা অনুযায়ী শুক্রবারের প্রথম অংশে ক্যালিফোর্নিয়ায় লক ডাউন তুলে দেওয়ার (reopening) দ্বিতীয় ধাপে চলে যাবে, যেখানে কম-ঝুঁকিপূর্ণ কর্মস্থলগুলোকে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধের জন্য সংশোধিত করে পুনরায় কার্যক্রম শুরু করতে অনুমতি দেয়া হবে। এসমস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে লেনদেন চলার সুবিধার কারণে ঝুকির সম্ভাবনা কম। এসব কম-ঝুঁকিপূর্ণ কর্মস্থলগুলোর মধ্যে রয়েছে – বইয়ের দোকান, কাপড়ের দোকান, ক্রীড়া-সামগ্রীর দোকান এবং ফুলের দোকান।
গভর্নর নিউজম এর মতে, বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হবে যার মাধ্যমে এসকল ব্যবসাপ্রতিষ্ঠান অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা মেনে কাজ করার পাশাপাশি কার্বসাইড পিকআপ এর সুবিধাও ভোগ করতে পারবে। পৃথক কাউন্টিগুলো (individual counties) কে কঠোর আদেশ নির্বাহের জন্য কর্তৃত্ব দেয়া থাকবে এবং সেখানে এধরনের ব্যবসাসমূহ পুনরায় চালু হতে হয়ত বিলম্ব হবে। তিনি বলেন, "আমরা উপলব্ধি করছি যে, আমাদের এই পরিবর্তন এর সাথে সাথে আমাদের আচরণও পরিবর্তিত হবে এবং কমিউনিটিতে রোগ বিস্তারের সম্ভাব্যতাও তৈরী হবে।“
লস এঞ্জেলেস কাউন্টিতে এই প্রদেশের জনসংখ্যা সমগ্র জনগোষ্ঠীর প্রায় এক-চতুর্থাংশ হওয়া স্বত্বেও কভিড-১৯ এর সমুদয় মৃত্যুহারের প্রায় অর্ধেক এর কাছাকাছি। জনস্বাস্থ্য বিভাগের পরিচালক বারবারা ফেরার এটা সরাসরি স্বীকার না করলেও তিনি জানান, তারা সরকারের নিষেধাজ্ঞা শিথিলের আদেশ অনুযায়ী কাজ করবেন এবং নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব প্রদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার অনুমতি দেয়া হবে।
অন্যদিকে মেয়র এরিক গার্সেটি জানান, নির্দিষ্ট কিছু ব্যবসায়ের পুনরায় উন্মুক্ততার অনুমতির জন্য “বাড়িতেই নিরাপত্তা” (safer-at-home) সংক্রান্ত কিছু আদেশ শিথিল করার পরিকল্পনা নিয়ে তিনি এবং কাউন্টি কর্মকর্তারা আলোচনা করছেন। কিন্তু তার মতে, সকল ধরণের ব্যবসা-প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এবং সব কিছু আবার পূর্বাবস্থায় ফিরে যেতে কিছু সময়ের প্রয়োজন। যদিও এই ব্যপারে নির্দিষ্ট কোন সময়সীমা তিনি উল্লেখ করেননি।
"আমি পরিষ্কারভাবে বলতে চাই যে, এটি কয়েক সপ্তাহের চেয়ে বেশি সময় নিতে পারে।" গার্সেটি তার প্রাত্যহিক করোনভাইরাস আপডেটের সময় একথা জানান। তিনি আরো উল্লেখ করেন, "লক ডাউন তুলে দেওয়ার ব্যপারটি একসাথে বিশাল আকারে করা সম্ভব হবে না। এক্ষেত্রে সময়ের মূল্যায়নে ধাপে ধাপে আমাদের প্রতিটি পদক্ষেপ ধার্য করতে হবে এবং আমরা আমাদেরকে দেয়া সরকারের ব্যবস্থাপত্র অনুশীলনের মাধ্যমে এতে আরও সফল হতে পারব ''
গার্সেটি বলেন, যদি শহর ও কাউন্টি অতি দ্রুত বা ভুলভাবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চালু করে, তাহলে এটি হয়ত আবার সমস্ত সামাজিক দূরত্বকে এবং বিচ্ছিন্নতাকে (isolating) পূর্বাবস্থায় নিয়ে যাবে যা লস এঞ্জেলেস -এর অধিবাসীগন গত আট সপ্তাহ ধরে দেখে আসছে। এভাবে করোনভাইরাস ছড়িয়ে পড়া এবং কেসগুলি বাড়তে শুরু করলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর পরও আবার বন্ধ করতে হতে পারে।
স্বাস্থ্যবিদদের কাছ থেকে সম্মতি পাওয়ার এসপ্তাহের মধ্যেই জানাতে পারবেন অন্য কোন কোন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কখন এবং কী উপায়ে পুনরায় চালু করা যাবে। এরপর তিনি ঘোষণা দেবেন।
এলএবাংলাটাইমস/এফএজেড/এলএ