লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ট্রাইবাল ক্যাসিনোগুলো না খুলতে অনুরোধ নিউসামের


নেটিভ আমেরিকান উপজাতিগুলোকে ট্রাইবাল ক্যাসিনোগুলো খোলার সিদ্ধান্ত পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। শুক্রবার এক বিবৃতিতে নিউসাম আশঙ্কা করেন, ক্যাসিনোগুলোর কারণে করোনা ছড়িয়ে জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

অধিকাংশ ট্রাইবাল ক্যাসিনো গত মার্চ থেকে বন্ধ রয়েছে। তবে চলতি মাসের শেষের দিকে অনেক ক্যাসিনোই খুলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। সান ডিয়াগো কাউন্টির তিনটি ক্যাসিনো ইতোমধ্যে তাদের গ্রাহকদের জানিয়েছে পরবর্তী সপ্তাহেই ক্যাসিনো চালু করা হবে।

দ্য ভিয়েজাস ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট সোমবার, দ্য সুয়েসান রিসোর্ট ২০ মে ও ভ্যালি ভিউ ক্যাসিনো ২২ মে খুলে দেওয়া হবে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।

ট্রাইবাল নেতাদের কাছে লেখা এক চিঠিতে নিউসাম জানান, ইতোমধ্যে ৭৫ হাজার ক্যালিফোর্নিয়বাসীর করোনায় আক্রান্ত হয়েছেন। এবং কাউন্টিগুলোতে এ সংখ্যা বেড়ে চলছেই। তিনি করোনা সংক্রমণ রোধে সকলের সহযোগিতা আহ্বান করেন।

এর আগে, মহামারির কারণে গভর্নর  বৃহস্পতিবার ১৪ বিলিয়ন ডলার বাজেট সংকোচনের প্রস্তাব দিয়েছেন। রাজ্যের রাজস্ব সংগ্রহ করোনার কারণে বাধাগ্রস্ত হওয়ায় ৫৪.৩ বিলিয়ন ডলার বাজেট ঘাটতি দেখা দিয়েছে। লকডাউন ও ঘরে নিরাপদে থাকার নিয়মের কারণে ৪.৭ মিলিয়ন মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন নিউসাম।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ