লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্রে ১৫৪টিসহ মোট ২৬৯টি দোকান বন্ধ করবে ওয়ালমার্ট


বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট সারাবিশ্বে মোট ২৬৯টি দোকান বন্ধ করে দেবে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে রয়েছে ১৫৪টি। কোম্পানিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


ওয়ালমার্ট স্টোরস এর প্রেসিডেন্ট ও সিইও ডাগ ম্যাক মিলান বলেন, দোকান বন্ধ করে দেওয়া কখনোই সহজ সিদ্ধান্ত নয়। কিন্তু কোম্পানিকে শক্তিশালী রাখতে ও ভবিষ্যতের সুরক্ষার জন্য এটি প্রয়োজনীয়।

দোকানগুলোর আর্থিক সক্ষমতা বিবেচনা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে ওয়ালমার্ট।

গত ১২ মাসে ওয়ালমার্টের শেয়ার শতকরা ৩০ ভাগ পড়ে গেছে। বন্ধ করে দেওয়া দোকানগুলো কোম্পানির গ্লোবাল স্কয়ার ফুটেজ ও রেভিনিউর মাত্র এক শতাংশ। 

ওয়ালমার্ট এক্সপ্রেস লোকেশনে যুক্তরাষ্ট্রে দোকানগুলো বন্ধ হচ্ছে। ওয়ালমার্ট এক্সপ্রেস ফরমেট ২০১১ সালে শুরু হলেও এটি এখন শেষের পর্যায়ে। কোম্পানিটি এখন বরং জোড় দিবে  সুপারসেন্টার শক্তিশালী করা, নেইবারহুড মার্কেট প্রসিদ্ধ করা, এছাড়া বেড়ে চলা ই কমার্স ও ক্রেতাদের জন্য পিকআপ সার্ভিসের প্রসার ঘটানো।

তাই ওয়ালমার্ট ভবিষ্যৎ পরিকল্পনায় বিনিয়োগ করবে। ৫০ থেকে ৬০টি সুপারসেন্টার এবং ৮৫ থেকে ৯০টি নেইবারহুড মার্কেট গড়ে তুলবে যুক্তরাষ্ট্রজুড়ে।

বিশ্বজুড়ে ওয়ালমার্টের কর্মী সংখ্যা ২.২ মিলিয়ন। দোকানগুলো বন্ধের ফলে যুক্তরাষ্ট্রে ১০ হাজার মানুষের ওপর এর প্রভাব পড়বে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ