লস এঞ্জেলেস

বাংলাদেশীদের হাতে লেখা পাসপোর্ট নবায়নের অযোগ্য ঘোষণা

বাংলাদেশে এম আর পি চালু হয়েছে অনেক দিন । কিন্তু সকল প্রবাসীর নিকট সেই আধুনিক পাসপোর্ট নাই। বর্তমান যুগে  হাতে লেখা পাসপোর্ট কোথাও চলে না। সেই সুবাদে বাংলাদেশ সরকারও মেশিন রিডাবল পাসপোর্ট চালু করেছেন ।
ইতিমধ্যে লস এঞ্জেলেসের কনসুলেট থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারী করা হয়েছে ।  সেখানে হাতে লেখা পাসপোর্ট আর চলবেনা বলে জানানো হয় ।

সে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তা নিম্ন রুপঃ 
যুক্তরাষ্ট্রে পশ্চিম উপকূলীয় আটটি অঙ্গরাজ্য যথা, California, Nevada, Arizona, Idaho, Wyoming, Utah, Washington এবং Oregon অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩ মে ২০১৫ এর পর থেকে বাংলাদেশ কনসুলেট জেনারেল লস এঞ্জেলেস কর্তৃক কোন হাতে লেখা পাসপোর্ট ইস্যু বা নবায়ন করা হবে না ।
এজন্য বাঙালি কমিউনিটির সকলকে ঝামেলা এড়াতে মেশিন রিডাবল পাসপোর্ট সংগ্রহ জন্য অনুরোধ করা যাচ্ছে।