লস এঞ্জেলেস

বাড়ছে করোনা সংক্রমণ, ঘরে থাকার পরামর্শ মেয়র গ্যারসেটির


লস এঞ্জেলেস শহর ও ক্যালিফোর্নিয়া রাজ্যে করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়েছে। এমন পরিস্থিতিতে লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। শহরে প্রতি চার শ জনের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। 


সোমবার কাউন্টি হেলথ অফিশিয়ালরা জানিয়েছেন, কী করে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনাভাইরাস ছড়াচ্ছে। এই সংখ্যাটা সঠিক হতে পারে দুই শ থেকে সাত শ জনের মধ্যে। নতুন করে আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি। মোট শনাক্তের শতকরা ৪০ ভাগের বয়স ১৮ থেকে ৪০। একমাস আগে এই সংখ্যা ছিল ৩৩ শতাংশ।   

এরিক গ্যারসেটি বলেন, পরীক্ষা চালিয়ে যাওয়া নিশ্চিত করতে হবে। এছাড়া সব বয়সের মানুষরা দায়িত্ব মাথায় রেখে প্রতিদিন চলাফেরা করেন তা নিশ্চিত করতে হবে। সিস্টেমকে সম্মান দেখাতে হবে।

মেয়র জানান সবাইকে এখনো পরামর্শ দেওয়া হচ্ছে যাতে জনসমাগম পরিহার করা, হাত ধৌত করা ও মাস্ক পরা হয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মাথায় রাখতে হবে। 

ব্যবসা চালুর পর ক্যালিফোর্নিয়ায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন। রাজ্য কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার ৭ হাজার ১৯৪ জন রোগী নতুন করে শনাক্ত হন। এর আগে সোমবারও নতুন করোনা রোগীর রেকর্ড হয়েছিল।

লস এঞ্জেলেস কাউন্টিতেও চলতি সপ্তাহে আশঙ্কাজনক হারে করোনা শনাক্তের হার বেড়েছে। শনাক্তের সংখ্যা ছাড়াচ্ছে ৮৯ হাজার ৫০০। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৭১ জন। এছাড়া মৃতের সংখ্যা ৩ হাজার ২০৫ জন ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৬২ হাজার ৭০৮ জন। আর মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ২৮৮ জন।

এলএ/বাংলা টাইমস/এন/এইচ