লস এঞ্জেলেস

চীনের হুমকি মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র


ভারতের সঙ্গে সীমান্তে চীনের বিবাদে জড়িয়ে পড়া ভালো চোখে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, চীনের আগ্রাসনের জবাব দিতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সৈন্য সংখ্যা বাড়ানো হচ্ছে। ইউরোপ থেকে সরিয়ে সেনাদের চীনের নিকটবর্তী ঘাঁটিতে মোতায়েনের কথা জানান পম্পেও। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সম্মেলনে  এসব বিষয়ে আলোচনা করা হয়।


চীন এখন শুধু  ভারতের জন্য হুমকি নয়, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনও এই সংকটে রয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। তাই জার্মানি থেকে সেনা সরিয়ে  চীনের পিপলস রিপাবলিকান আর্মিকে সতর্কবার্তা দেওয়া হবে।

তিনি বলেন, এটাই বড় চ্যালেঞ্জ। কোথায় কোথায় সেনা মোতায়েন রাখা হবে সেটা ঠিক হবে বাস্তবতার ভিত্তিতে।

যুক্তরাষ্ট্র জার্মানিতে ৫২ হাজার সেনা মোতায়েন রেখেছে। এটি কমিয়ে ২৫ হাজারে নিয়ে আসা হতে পারে। তখন অন্য অঞ্চলে সেনা মোতায়েন সহজ হবে। 

প্রসঙ্গত, গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। ওই সংঘর্ষে আহত হন আরও ৭৬ ভারতীয় সেনা। তবে চীনের কতজন হতাহত হয়েছেন তা জানা যায়নি।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ