লস এঞ্জেলেস

ভুয়া ‘মাস্ক অব্যাহতি’ কার্ড নিয়ে সতর্ক করলো কাউন্টি কাউন্সিল



'ফেস মাস্ক পড়তে হবে না’ অনলাইনে ছড়িয়া পড়া একটি ভুয়া কার্ডের ব্যাপারে লস এঞ্জেলেস কাউন্টি স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা নাগরিকদের সাবধান করেছেন। জাস্টিস ডিপার্টমেন্ট থেকেও নিশ্চিত করা হয়েছে, তারা এই ধরণের কোনো প্রচারপত্র অনুমোদন করেনি।     


ভুয়া ওই কার্ডে জাস্টিস ডিপার্টমেন্টের লগো ব্যবহার করে প্রচার করা  হয়, ‘মাস্ক পড়াতে মানসিক ও শারীরিক ঝুঁকি রয়েছে। আমেরিকান ডিসএবেলিটি এক্ট (এডিএ) অনুযায়ী আমার অবস্থা প্রকাশ করতে বাধ্য না।’   

লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে সতর্ক করে বলা হয়েছে, এই প্রচারপত্র বা কাগজগুলো সরকারি সংস্থা বা জাস্টিস ডিপার্টমেন্ট বা লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট প্রচার বা অনুমোদন করেনি। 

যে ওয়েবসাইড থেকে এই কার্ড প্রচার করা হয় এখন তা ডিলিট করা হয়েছে। ওয়েবসাইডটি ফেসবুক গ্রুপ ‘ফ্রিডম টু ব্রেথ এজেন্সি’ পরিচালনা করতো। 

ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠিতা লেনেকা কলোমা বলেন, ‘স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাধীকার’ তাদের গ্রুপের মিশন। তিনি বলেন, মানুষ শুধু কথা না বলা ও মুখ বন্ধ রাখার সময়ে মাস্ক পড়বে।  

কলোমা বলেন ফেসবুক কর্তৃপক্ষ ‘জালিয়াতি ও প্রতারণা’র অভিযোগ করে  তার গ্রুপ ডিলিট করে দেয়।  

এই ভুয়া কার্ডটা যখন প্রচার করা হয়েছে তখন করোনাভাইরাস ক্যালিফোর্নিয়া ও অন্যান্য স্টেটে বেড়েই চলেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য কর্মকর্তারা ফেস মাস্ক পড়ার পরামর্শ দিচ্ছেন।   

গবেষণা বলেছে, কভিড-১৯ উপসর্গ ছাড়া মানুষের মাধ্যমেও ছড়াতে পারে।  এজন্য এপ্রিল থেকে ডিসেজ এন্ড প্রিভেনশন সেন্টার মাস্ক পড়ার পরামর্শ দিয়ে আসছে।

ক্যালিফোর্নিয়ার গভার্নর গেভিন নিউসম সমগ্র স্টেটে ফেস মাস্ক পড়া বাধ্যতামূলক করেছেন। 

এলএ বাংলা টাইমস/এস/আর