লস এঞ্জেলেস

গুয়ারডাডুর পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশের দাবি পরিবারের



আন্দ্রে গুয়ারডাডুর পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন তার পরিবার। গুয়ারডাডুকে শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি গুলি করে হত্যা করে। এই হত্যার ন্যায় বিচার দাবি করে আসছেন তার পরিবার। মঙ্গলবার সকালে তারা একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।   


লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট গুয়ারডাডুর পোস্টমর্টেম রিপোর্টের ওপর ‘সিকিউরটি হোল্ড’ আরোপ করেছে। এইজন্য এই হত্যাকান্ডের প্রায় দু সপ্তাহ পার হতে চললেও পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করেননি চিকিৎসকরা।  

গুয়ারডাডু হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি করে আসছে তার পরিবার। ন্যায় বিচার নিশ্চিত করতে কাউন্টি সুপারভাইজাররাও একই দাবি করেছেন। এই ঘটনার জের ধরে পুলিশি নির্যাতন ও নিষ্ঠুরতার বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসছে  পুরো কাউন্টি। 

কিন্তু শেরিফ এলেক্স ভিলুনিইভা স্বাধীন তদন্তের পক্ষে মত দেননি। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছি। আমাদের সংস্থার তদন্তকারীরা অভিজ্ঞ। যাদের মতো অভিজ্ঞ সারা দেশে আর নেই।’ যদিও জেলেরেল ইন্সপেক্টর কার্যালয় থেকে বার বার অভিযোগ করা হচ্ছে  তারা (শেরিফ) তদন্ত মনিটর করার মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করছে না।

আঠারো বছর বয়সী আন্দ্রে গুয়ারডাডু লাতিন আমেরিকান বংশদ্ভূত আমেরিকান নাগরিক। পেশায় ছিলেন সিকিউরিটি গার্ড। তাকে শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি ছয়টি গুলি করে হত্যা করে। শেরিফ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, গুয়ারডাডুর সঙ্গে অবৈধ অস্ত্র ছিলো এবং ডেপুটিদের দেখে সে পালিয়ে যাবার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে ডেপুটিরা তাকে গুলি করে হত্যা করে।  

এলএ বাংলা টাইমস/এস/আর