লস এঞ্জেলেস

ওয়েস্ট হলিউডে মাস্ক না পড়লে জরিমানা ৩০০ ডলার



প্রাণঘাতী করোনাভাইরসের সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে। সারা স্টেস্টে জনসমাগম রোধে স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়েস্ট হলিউডে ফেস মাস্ক না পড়ে বাসার বাইরে পাবলিকলি ঘুরাফেরা করলে ৩০০ ডলার জরিমানা দিতে হবে নাগরিকদের। এর মধ্যে ২৫০ ডলার জরিমানা ও ৫০ ডলার ফি প্রদান করতে হবে। ওয়েস্ট হলিউড শেরিফ স্টেশন থেকে বলা হয়েছে, ‘এই মাস থেকে এই আইন বাস্তবায়ন করা হবে।’ 

‘কমিউনিটি হেলথ খুব ঝুঁকির মধ্যে রয়েছে’ উল্লেখ করে ডেপুটিরা বলছেন,  ‘প্রশাসনিক দৃষ্টান্ত ব্যবহার করে তারা চূড়ন্তভাবে এটা বাস্তবায়ন করবেন ।এটা প্রশাসনিক দৃষ্টান্ত হিসেবে করা হবে। যার মানে হলো এর কোনো ক্রিমিনাল রেকর্ডে থাকবে না।’   স্টেট ব্যাপি মাস্ক পড়া নিশ্চিত করতে ডেপুটিদের জরিমানা আদায় করার আইনগত অধিকার প্রদান করা হয়েছে। অর্ডারে ফেস মাস্ক না পড়লে জরিমানা ও অন্যান্য শাস্তি বিধান করতে বলা হয়েছে। ১৪ মে থেকেই লস এঞ্জেলেস কাউন্টিতে ফেস মাস্ক পড়তে বলা হয়েছিলো। সমগ্র কাউন্টিতে একমাত্র ওয়েস্ট হলিউড শেরিফ ডিপার্টমেন্ট এই জরিমানা আদায় করার ঘোষণা দিয়েছে। যদিও এর আগে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মাইকেল মোর বলেছিলেন জরিমানা আদায় করার পরিকল্পনা তিনি করছেন না।   

তবে এই বাধ্যতামূলক মাস্ক পড়া থেকে কিছু মানুষকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে দুই বছরের নিচে শিশু, স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এমন মানুষ। রেস্টুরেন্টে খাওয়ার সময়েও মাস্ক পড়তে হবে না। তবে কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।  
এলএ বাংলা টাইমস/এস/আর