লস এঞ্জেলেস

৪ জুলাই ক্যালিফোর্নিয়ায় যা বন্ধ থাকবে


ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকায় পাবলিক হেলথকে কেন্দ্র করে সরকার ও স্থানীয় প্রশাসন চার জুলাইয়ের ছুটির দিন নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বুধবার স্টেট গভর্নর গেভিন নিউসাম ১৯ টি কাউন্টিকে নজরদারির আওতায় নিয়ে এসেছেন যার মধ্যে লস এঞ্জেলেসও রয়েছে। ওই নির্দেশনায় হোটেল, চিড়িয়াখানা,  বার, বিচসহ বিনোদন স্থানগুলো বন্ধ রাখার বিষয়ে বলা হয়েছে।

গভর্নর নিউসাম স্টেটে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। নাগরিকদের জন সমাগম না করার জন্য এবং জন সমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান।

ওই নির্দেশনায় অনুযায়ী, সমুদ্র সৈকত শুক্রবার রাত ১২ টা থেকে সোমবার সকাল ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে। ভেনটুবা কাউন্টির বিচ যা সাউথার্ন ক্যালিফোর্নিয়ার বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত তা বন্ধ থাকবে। লাগোনা বীচ যা অরেন্জ কাউন্টিতে অবস্থিত তাও বন্ধের আওতায় থাকবে। তাছাড়া লস এঞ্জেলেস কাউন্টির বিচও সাময়িকভাবে বন্ধ থাকবে।

নিউসাম সাতটি কাউন্টির মদের দোকান (বার) বন্ধের নির্দেশ দিয়েছেন যেখানে লস এঞ্জেলেসও রয়েছে। গত বুধবার অরেঞ্জ কাউন্টি বোর্ড সংক্রমণ বৃদ্ধি রোধে বার গুলো বন্ধের পক্ষে ভোট দেয়। এই কাউন্টিটি করোনা সংক্রমনের জন্য বিশেষ নজরদারিতে রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কাউন্টিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,৮৪৩ জন এবং মারা যান ৩৪০ জন।

এলএ বাংলা টাইমস/এ/আই