লস এঞ্জেলেস

নিউপোর্ট বিচে উঁচু ঢেউ ও জোয়ারে রাস্তা প্লাবিত



উঁচু ঢেউ ও জোয়ারের কারণে নিউপোর্ট বিচের বেলবোয়া পিনিনসোলা এলাকার রাস্তা প্লাবিত হয়েছে। এরিয়াল ফুটেজে দেখা যায়, প্লাবনের মধ্যেও বেলবোয়া পিয়ার পার্কে এবং পিনিনসোলার রাস্তায় গাড়ি ছিলো। পার্কিং লটে হাঁটু পরিমাণ পানি উঠেছিলো। সিটি কর্মীরা রাত ১১ টার দিকে ট্রাকটার ব্যবহার করে বালি সরাচ্ছেন যেন আটকা পড়া গাড়ি গুলো সরে যেতে পারে।   

ন্যাশেনাল ওয়েদার সার্ভিসের তথ্য মতে, উঁচু ঢেউ ও জোয়ারের কারণে সন্ধ্যায় ছোট আকরের সামুদ্রিক প্লাবনের সৃষ্টি হতে পারে। এই পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার দুপুর পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে বিপজ্জনক ও ঝুকিপূর্ণ স্রোত প্রবাহিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।    

নিউপোর্ট বিচ পুলিশ ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট এরিক লিটল বলেন,  কর্মকর্তারা রাস্তার ট্রাফিক পরিবর্তনের চেষ্টা করছেন। তবে রাস্তা বন্ধ করে দেবার মতো কোনো তথ্য তারা পায়নি।  

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে ৪ জুলাই থেকে নিউপোর্ট বিচসহ অরেঞ্জ কাউন্টির সব বিচ বন্ধ করে দেওয়া হয়েছে।  

এলএ বাংলা টাইমস/এস/আর