লস এঞ্জেলেস

কোরিয়াটাউন অগ্নিকাণ্ডে ফায়ারফাইটারসহ আহত ২



কোরিয়াটাউনে অগ্নিকাণ্ডে ফায়ার ডিপার্টমেন্টের এক কর্মীসহ আরও এক সাধারণ নাগরিক আহত হয়েছেন এবং দুইটি বাড়ি ও গ্যারেজের ক্ষয়-ক্ষতি হয়েছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আশি জন ফায়ারফাইটারের পঞ্চাশ মিনিট লেগেছে।’

কর্মকর্তারা বলছেন, হার্ভার্ড বোলবার্ড ও কিংসলি ড্রাইভে দুপুর দুইটার দিকে একটি বাড়ির পিছনে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনতে পেলেও কোথায় প্রথম এটা হয়েছিলো বলতে পারেননি। 
অনলাইনে এই অগ্নিকাণ্ডের বেশ কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। ওই সব ছবি ও ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির পিছনে অগ্নি শিখা জ্বলছে ও কালো ধোঁয়া চারদিকে ভাসছে। পরে এটা ভয়ংকর অগ্নিকাণ্ডে রূপ নেয় যা নিয়ন্ত্রণে নিয়ে আসতে আশি জন ফায়ারফাইটারের পঞ্চাশ মিনিট লেগেছে। এ সময় ছাদ ধসে একজন ফায়ারফাইটার আহত হয়েছেন। আহত ফায়ারফাইটারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরও একজন সাধারণ মানুষ আহত হয়েছেন। হাসপাতালে যেতে অস্বীকার করায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তাধীন রয়েছে। 

এলএ বাংলা টাইমস/এস/আর