লস এঞ্জেলেস

ভাবুন সকলেই করোনায় আক্রান্ত’, বললেন মেয়র


 পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে। একই হারে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মানুষ হাসপাতালেও ভর্তি হচ্ছেন। চার জুলাই স্বাধীনতা দিবসে বিশাল জন সমাগমের আশাঙ্কা রয়েছে। এতে চরম ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফেস মাস্ক পড়া ও শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান করছে কর্তৃপক্ষ। বার বার সতর্ক করা হচ্ছে যেন তারা এগুলো মেনে চলেন। একমাত্র প্রত্যাশা যেন সংক্রমণের হার কিছুটা কমে।

স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বন্ধ করা হয়েছে লস এঞ্জেলেসসহ সকল স্থানের সমুদ্র সৈকত, রেস্তোরা,  বিনোদনস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠান।নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসিটি বলেন, শুধু জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হতে পারেন। যেমন কর্মস্থল কিংবা বাজারে যাবার ক্ষেত্রে। ভাবুন আপনার পাশের সকলে করোনায় আক্রান্ত।’ 

এলএ বাংলা টাইমস/এ/আই