লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া পালন করবে ব্যতিক্রমী স্বাধীনতা দিবস



করোনা ভাইরাসের সংক্রমণ  বৃদ্ধির কারণে নতুন স্বাস্থ্য নিরাপত্তা আইনের আওতায় জুলাইয়ের চার তারিখে সমুদ্র সৈকত  ও আতশবাজির অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। প্রতি বছরের ন্যায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবার থাকবে না অনেক কিছু। এটি হতে যাচ্ছে ভিন্ন এক গ্রীষ্ম এবং স্বাধীনতা  দিবস পালন। 

লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিরেক্টার বাববারা ফেরাব সকলকে সতর্ক করে বলেন, ‘কভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের সকলকে নিজ নিজ স্থান থেকে সতর্ক থাকতে হবে।’

এই বিপর্যয়কর অবস্থার পরও সরকার  নতুন গ্রীষ্মের আমেজ নিয়ে আসার জন্য চেষ্টা করছে যদিও সমুদ্র তীর গুলো সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে।

শহরের মুখপাত্র ম্যাট মেয়ারহফ বলেন, ‘বাস্তবে সকল স্থানে সব সময় জন স্বাস্থ্য আইনের বাস্তবায়ন কঠিন, আমাদের সকলকেই নিজেদের স্বার্থে ও দেশের জন্য জনস্বাস্থ্য বিধি মেনে চলতে হবে’

কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার জন্য গভর্নর গেভিন নিউসাম ১৯ টি কাউন্টির রেস্তোরা,  বিনোদন স্থান সহ ব্যাবসা প্রতিষ্ঠান তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেন।

ঐতিহ্যবাহী আতশবাজির অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। 

এলএ বাংলা টাইমস/এ/আই