লস এঞ্জেলেস

করোনায় মারা গেলেন লস এঞ্জেলেস পুলিশ কর্মকর্তা



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসার মারা গিয়েছেন। পুলিশ ডিপার্টমেন্টে এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। ওই পুলিশ কর্মকর্তা হলেন সিনিয়র ডিটেনশন অফিসার এরিকা ম্যাকাডো। তিনি শুক্রবার রাতে মারা যান। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট থেকে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়। 

ম্যাকাডোর মৃত্যু সংবাদ ঘোষণায় পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলা হয়, ‘করোনাভাইরাসের সাথে নির্ভীক লড়াইয়ে তিনি গতকাল পরাজিত হন। তিনি তার পরিবারের মধ্য দিয়ে বেঁচে থাকবেন।’ 

মে মাসে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের একটি প্রশিক্ষণ সেন্টারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। সতেরো জন শিক্ষানবিস করোনায় আক্রান্ত হয়।একই সময়ে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। লস এঞ্জেলেস হেলথ ডিপার্টপমেন্ট থেকে এই তথ্য জানানো হয়। এরপর জুনে করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পেতে থাকে। বৃস্পতিবার পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টে এ সংখ্যা দাঁড়ায় ২৮৭ জনে। 

এলএ বাংলা টাইমস/এস/আর