লস এঞ্জেলেস

রক্ত দান ও ফ্লাইওভারে স্বাধীনতা দিবস উদযাপন নিক্সন লাইব্রেরি

 
করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে বার,বিচ, রেস্টুরেন্ট সহ সব বিনোদন স্থান। এই জন্য ইয়ুরবা লিন্ডার নিক্সন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করেছে ফ্লাইওভার ও রক্ত দান কর্মসূচির মাধ্যমে।
 দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও আতশবাজি উৎসব বাতিল করে দেওয়া হয়েছে। এই কারণে নিক্সন লাইব্রেরি ও আমেরিকান রেড ক্রস অরেঞ্জ কাউন্টি থেকে লাল, সাদা, নীল ফ্যানফেয়ার নিয়ে আসে। সকাল আটটা থেকে তারা রক্ত দান কর্মসূচি শুরু করে। দেশের এই ঝুঁকিপূর্ণ সময়ে যা কাজ লাগবে বলে জানায় লাইব্রেরি কর্তৃপক্ষ। কর্মসূচিতে ডোনারদের মধ্যে কোভিড নাইনটিনের এন্টিবডিও পরীক্ষা করা হবে। প্রত্যেক ডুনার বাধ্যতামূলক মাস্ক পড়ে এসেছে এবং রক্ত দানের আগে তাপমাত্রা পরীক্ষা করতে হয়েছে। 

দুপুর দুইটা দিকে টাইগার স্কোয়াড্রেন আকাশে উড়ে। তারা লাইব্রেরির ওপরের চার বার চক্কর দেয়। তারপর অরেঞ্জ কাউন্টির দিকে যায়। আর লস এঞ্জেলেস পোর্টের ব্যাটলশিপ আইওয়া যেয়ে এরিয়াল অনুষ্ঠান শেষ হয়।  যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সম্মানে নিক্সন লাইব্রেরির সামনে একটি প্রাইভেট অনুষ্ঠানও হয়। 

এলএ বাংলা টাইমস/এস/আর