লস এঞ্জেলেস

সান্তা ক্লরিডায় ১১০০ একর দাবানলের ২০ শতাংশ নিয়ন্ত্রণে



সান্তা ক্লরিডায় এক হাজার এক শ একর এলাকার দাবানলের বিশ শতাংশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ারফাইটাররা। ইউ.এস ফরেস্ট সার্ভিস ও লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট থেকে এই তথ্য জানানো হয়েছে। পুরো দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ারফাইটাররা এখনও কাজ করে চলেছে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।  

ভয়াবহ এই দাবানলে পাঁচ হাজার স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। এই গুলোর মধ্যে রয়েছে নয়টি বসতবাড়িও। তবে আশার কথা হলো এখন পর্যন্ত কোনো ধ্বংসের খবর মেলেনি। পামডাল চার্চে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।   

রোববার সান্তা ক্লরিডায় এক হাজার এক শ একর এলাকা জুড়ে দাবানলে ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া হয় চৌদ্দটি ফ্রিওয়ে। ফায়ার ডিপার্টমেন্টের জরুরি অপারেশনের প্রধান ডেভিড রিচার্ডসন বলেন, ‘ঘণ্টায় বিশ থেকে ত্রিশ মাইল বেগে আগুন ছড়িয়ে পড়ছে। চারশ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। 

বিকেল সাড়ে তিনটায় দিকে অ্যাগুয়া ডিউসে মধ্যম গতির দাবানলের সৃষ্টি হয়। যা তখন এক একর এলাকা পুড়ায়। কিন্তু বিকেল পাঁচ টার মধ্যে এই দাবানল চারশ একর এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার ডিপার্টমেন্ট বলছে, তারা বিকেল ৩.২৮ মিনিটে সলিডেড ক্যানিয়ন রোড ও ফ্রিওয়ের নিকটে আগুন লাগার খবর পায়। এর আগে কর্মকর্তা বলেন, দাবানলের সৃষ্টি হয়েছে অ্যাগুয়া ডিউসে ক্যানিয়ন ও ফ্রিওয়ের নিকটে। 

চার ঘণ্টার মধ্যে আগুন আটশ একর এলাকায় ছড়িয়ে পড়ে। তারা বলছেন, আগুনের শিখা ফ্রিওয়ের বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ে। এজন্য এই এলাকার উত্তরমুখী ও দক্ষিণমুখী রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। 

সাড়ে পাঁচটার দিকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা স্থানীয় নাগরিকদের ওই এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলতে থাকেন। রাত আটটার সংবাদ সম্মেলনে ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলেন, আগুন ১১০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। বিশটি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। ২০০ থেকে ৩০০ মানুষকে নিরাপদ দুরত্বে সরে যেতে বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কয়েক ডজন মানুষ ওই এলাকা থেকে সরে এসেছেন। 

সান্তা ক্লরিডা সিটি কর্তৃপক্ষ একটি ম্যাপ প্রকাশ করেছেন। ম্যাপ এলাকার মানুষদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, পামডাল চার্চ পার্কিং লটে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে রেড ক্রস। এয়ার কোয়ালিটি কর্মকর্তারা বায়ুতে ধোঁয়া ছড়িয়ে পড়ায় সান্তা ক্লরিডা ভ্যালি ও সান গ্যাভরিয়াল মাউনটাইন্স নাগরিকদের সতর্ক করেছে।   

এলএ বাংলা টাইমস/এস/আর