লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় করোনা পরিস্থিতির আরও অবনতি



স্বাধীনতা দিবস উদযাপন সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস সংক্রমণ ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার আরও বেড়েছে। মহামারির শুরু হবার পর আক্রান্তের সংখ্যা হিসেবে এই সপ্তাহে সর্বাধিক আক্রান্ত হয়েছে। অধিক মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গভর্নর গেভিন নিউসামের করোনাভাইরাস পর্যবেক্ষণ তালিকাতেও যোগ হচ্ছে নতুন নতুন কাউন্টি।     

লস এঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে বলছে, ৪ জুলাই ১৫তম ধারাবাহিক দিন হিসেবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি বজায় রয়েছে। ক্যালিফোর্নিয়ায় শনিবারে ৫ হাজার ৫ শ ৬৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। । যা গত দুই সপ্তাহের তুলনায় ৬২ শতাংশ বৃদ্ধি। এক সপ্তাহ আগে,২৭ জুন, ৪ হাজার ৪ শ ৯৮ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং এই সংখ্যা ২০ জুন ছিলো ৩ হাজার ৪ শ ৯৪ জন। 

গত দুই সপ্তাহ ধরে মোট পরীক্ষার ৪২ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার বৃদ্ধি মানে হলো এই ভাইরাস আরও অধিকতর মাত্রায় ছড়িয়ে পড়ছে।  

এলএ বাংলা টাইমস/এস/আর