লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশী শিক্ষার্থীদের



যুক্তরাষ্ট্রে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালিত হলে  বিদেশী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থান করতে দেয়া হবে না। এর ফলে বিদেশী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে। 


অভিবাসী ও কাস্টমস আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ তাদের সংবাদ বিজ্ঞাপ্তিতে বলেন, এফ-১ ও এম-১ ভিসায় যে সকল বিদেশী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে থাকছেন। তাদের ক্লাস অনলাইনে শুরু হলে তাদের আর যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া হবে না। তাদের ট্রান্সফার নিয়ে নিজ নিজ দেশে চলে যেতে হবে অথবা তাদের বিতাড়িত করা হতে পারে।

করোনাভাইরাস মহামারির কারণে যখন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে তখনই এই ধরণের সংবাদ আসল।

নতুন এই উদযোগে বিদেশী শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছেন। এর ফলে তাদের হয়তো দেশ ছাড়তে হবে নতুবা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে  এমন প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে যে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ অনলাইন নির্ভর নয়।

তবে এজেন্সি থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে বিদেশী শিক্ষার্থীদের অনলাইন ও শারীরিক দুইভাবেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে তাদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে না এবং যে সকল শিক্ষার্থী পড়া শেষ করে  এফ-১ ভিসার আওতায় কাজে নিয়োজিত রয়েছে তারাও যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।                                              

এলএ বাংলা টাইমস/এ/আই