লস এঞ্জেলেস

৪ জুলাইয়ের ছুটিতে ক্যালিফোর্নিয়ায় করোনার সর্বোচ্চ বিস্তার



ক্যালিফোর্নিয়ায় স্বাধীনতা দিবসের ছুটিতে করোনাভাইরাস সংক্রমণ ও হাসপাতালের ভর্তির পূর্বের রেকর্ড ছাড়িয়েছে। গভর্নর গেভিন নিউসাম বলেছেন, ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস দ্রুত বিস্তৃত হচ্ছে এবং এই ছুটিতে তা পূর্বের সকল রেকর্ড অতিক্রম করেছে। করোনা সংক্রমণ হার ক্রমাগত বাড়ছে এবং করোনা পজিটিভ রোগীর সংখ্যা গত দুই সপ্তাহে ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছ।  

জুন ২৭ পর্যন্ত যেখানে স্টেটে ৪,৪৯৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন যা ২০ জুনে ছিল ৩,৪৯৪ জন। প্রকৃত সংখ্যাটি আরো কিছুটা বেশি হতে পারে কেননা অনেকের মধ্যে কোন উপসর্গ না থাকায় তাদের টেস্টের আওতাধীন আনা হচ্ছে না তাই তিনি সকলকে সতর্ক করে বলেন আমাদের নিজেদের স্বার্থে এবং দেশ ও দেশের অর্থনীতি বাঁচাতে সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

৪ জুলাইয়ের ছুটিতে সর্বোচ্চ রোগী আক্রান্ত হয়েছে এবং রোগীর সংখ্যা ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে গভর্নর গেভিন নিউসাম নিশ্চিত করেছেন।                                                               

এলএ বাংলা টাইমস/এ/আই