লস এঞ্জেলেস

অফিসারদের ব্যাপক হারে ছুটির তদন্তে লস এঞ্জেলেস পুলিশ

  
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অফিসারদের মধ্যে একটি স্বাক্ষরহীন পত্র ছড়ানো হয়েছে যার মাধ্যমে অফিসারদের নিজেদের স্বার্থে অসুস্থ হবার কথা বলে ছুটি নিতে বলা হয়েছে। পুলিশ ডিপার্টমেন্ট সূত্রে জানা যায়, প্রায় ৩০০ অফিসার অসুস্থ হবার কথা বলে ছুটি নিয়ে থাকতে পারে। এ থেকে ধারণা করা হচ্ছে পুলিশ অফিসারদের ‘ব্লু ফ্লু’ শুরু হয়েছে। ‘ব্লু ফ্লু’ হলো এক ধরণের প্রতিবাদ কর্মসূচি। যার মাধ্যমে পুলিশ অফিসারদের একটি বড় অংশ অসুস্থ বলে ছুটি নেয়। 

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের কমান্ডাররা তদন্ত করে দেখছেন ৪ জুলাই অফিসারদের ব্যাপক হারে অসুস্থ বলে ছুটি নেওয়া কোনো সংগঠিত প্রতিবাদ কিনা। যা হবে অবৈধ। 

স্বাক্ষরহীন ওই পত্র বলা হয়, ‘তারা পুলিশ বিভাগ বিলুপ্ত করতে সফল হয়েছে। এরপরে কী হবে? আমাদের বেতন, সুবিধা, অবসর ভাতার কী হবে? সবকিছুর ঝুঁকির মধ্যে রয়েছে। সিটিকে একটি স্পষ্ট বার্তা দিতে হবে আমরা বিস্তারযোগ্য নয়। আমরা এটা আর সহ্য করবো না।’ 

এই মাসটা পুলিশের চরম বিপর্যের। পুলিশি হত্যা ও নির্যাতনের অভূতপূর্ব প্রতিবাদ ও লস এঞ্জেলেস সিটি বাজেটে পুলিশের বরাদ্দ ১৫০ মিলিয়ন ডলার কমানো হয়েছে। আর এর উদ্দেশ্য পুলিশ ডিপার্টমেন্টের সংস্কার। 

এলএ বাংলা টাইমস/এস/আর