লস এঞ্জেলেস

করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘনে জরিমানা দিতে হবে রেষ্টুরেন্টকেও



করোনাভাইরাস স্বাস্থ্যবিধি মেনে না চললে জরিমানা বা রেষ্টুরেন্ট পরিচালনার অনুমতিপত্র বাতিল করার আইনগত অধিকার দেওয়া হয়েছে স্বাস্থ্য কর্মকর্তাদের। মঙ্গলবার লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার বোর্ড স্বাস্থ্য কর্মকর্তাদের এই আইনগত অধিকার দিয়ে একটি প্রস্তাব পাস করে। 

সুপারভাইজার শিলা কুহেল ও জেনিস হান এই প্রস্তাব ঘোষণা করেন। তারা করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, রেস্টুরেন্ট গুলো বর্তমানে যে ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তা যথেষ্ট নয়। ওই প্রস্তাবে বলা হয়, আমরা যদি চাই ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রেখে করোনাভাইরাসের বিস্তার হ্রাস করবো তাহলে আমাদের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ ও নির্দেশনা যেন ব্যবসায় প্রতিষ্ঠানগুলো মেনে চলে তা নিশ্চিত করতে হবে। 

হেলথ ডিপার্টমেন্ট একটি পরিকল্পনা করবে চৌদ্দ দিনের মধ্যে। যাতে ব্যবসায় প্রতিষ্ঠানের আকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের মাত্রার ওপর ভিত্তি করে কত জরিমানা করা হবে তা বলা হবে। দ্বিতীয় বার স্বাস্থ্যবিধি লঙ্ঘনে রেষ্টুরেন্ট পরিচালনার অনুমতি পত্রও বাতিল করা হতে পারে। 

এলএ বাংলা টাইমস/এস/আর