লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্রে অনলাইন কোর্স নিতে পারবে না বিদেশী শিক্ষার্থীরা

  
ফল সেমিস্টারে বিদেশী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যায়গুলোতে সম্পূর্ণ অনলাইন কোর্স গ্রহন করতে পারবে না এবং এর ফলে তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে । সোমবার স্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিসিটর প্রোগ্রাম তাদের এক পরিবর্তিত ঘোষণাতে এই কথা জানায়।   

সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিদেশী শিক্ষার্থীদের ২০২০ সালের ফল সেমিস্টারে সাময়িকভাবে অনলাইন ক্লাস থেকে অব্যাহতি দিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টম্যান্ট ফেডারেল রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়া ও নিয়মনীতি প্রকাশের পরিকল্পনা করছে। 

এফ-১ ও এম-১ ভিসার আওতায় বিদেশী শিক্ষার্থীরা, যাদের বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হচ্ছে, তারা সম্পূর্ণ অনলাইন কোর্স নিতে পারবে না। যে বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামের সমগ্র ক্লাস অনলাইন ভিত্তিক সে সকল বিশ্ববিদ্যালয়ের বিদেশী শিক্ষার্থীদের স্টেট ডিপার্টমেন্ট ভিসা প্রদান করবে না। ইউ.এস কাস্টম এন্ড বর্ডার প্রটেকশন বিভাগও তাদের দেশে ঢুকতে দিবে না। যুক্তরাষ্ট্রে বর্তমানে যারা পড়ছে তাদের দেশ ছাড়তে হবে নতুবা এমন কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে হবে যেখানে সরাসরি ক্লাস হবে।’

তবে এফ-১ ভিসার আওতায় যে সকল শিক্ষার্থীর সরাসরি ও অনলাইন দুই ভাবেই ক্লাস হবে তাদের একটি ক্লাস বা তিন ক্রেডিড ঘণ্টা অনলাইন ক্লাসে অনুমতি প্রদান করা হবে।  তা বিশ্ববিদ্যালয়গুলোকে স্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিসিটর প্রোগ্রাম কর্তৃপক্ষকে জানাতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে বলতে হবে তাদের সম্পূর্ণ ক্লাস অনলাইন ভিত্তিক নয়। তবে  এফ-১ ভিসার আওতায় পড়তে আসা ইংরেজি ভাষার শিক্ষার্থীরা ও এম-১ কারিগরি ডিগ্রি নিচ্ছে তারা এই অব্যাহতির ভেতর পরবে না।  

এলএ বাংলা টাইমস/এস/আর