লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস স্কুলগুলোকে অনলাইন ক্লাস সম্প্রসারণের সুপারিশ



করোনাভাইরাস সংক্রমণের কমিউনিটি ট্রান্সমিশন বৃদ্ধি পেলে লস এঞ্জেলেসের স্কুলগুলো খোলার ব্যাপারে ‘প্লান বি’ রাখার সুপারিশ করেছেন কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা। পাবলিক হেলথ ডিরেক্টার বারবারা ফেরার বলেন, ব্যাক-আপ প্লান হচ্ছে শিক্ষার্থীদের সরাসরি ক্যাম্পাসে না যেয়ে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে পড়ানোর আরও বিস্তৃতি। 

ফেরার বলেন, ‘একটি সেক্টর খোলে দেওয়া হলে সেখানে ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে তাহলে আপনি হইতো ওই সেক্টর খোলে দিতে চাইবেন না। আমাদের ডেটা যা বলছে সেগুলোর বিষয়ে আমরা খুবই মনোযোগী। একই সাথে স্কুল ক্যাম্পাস খোলার ব্যাপারে আমরা কাজ করছি। সুপারভাইজার বোর্ড, সুপারিন্টেনডেন্ট বোর্ড ও স্কুল ডিস্ট্রিক্টস বোর্ডের সহয়তায় আমরা এগুলো করছি। ক্যাম্পাস যতটা সম্ভব নিরাপদভাবে খোলার প্রস্তুতির জন্য স্কুল ডিস্ট্রিক্টস বোর্ড দারুন কাজ করছে।’  

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফল সেমিস্টারের মধ্যে স্কুল খোলা না হলে স্কুলগুলোর ফেডারেল বাজেট বন্ধ করে দেবার হুমকি প্রদানের পর স্বাস্থ্য কর্মকর্তাদের স্কুল নিয়ে দ্রুত কাজ করতে হচ্ছে। ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তাদের স্কুল খোলার নির্দেশনা অপ্রাসঙ্গিক ও ব্যয়বহুল বলে সমালোচনাও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।   

যে সেক্টরগুলো খোলে দেওয়া হয়েছে সে গুলোর সাথে স্কুল খোলার ব্যাপারে তুলনা করছেন কর্মকর্তারা। ফেরার বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তারা লস এঞ্জেলেস কাউন্টি স্কুলগুলোর সাথে অনেক দিন ধরে কাজ করছেন যাতে করে নিরাপদ প্রটোকল তৈরি করতে পারে এবং স্টেট থেকে দেওয়া নির্দেশনাগুলো পর্যবেক্ষণ করতে পারে। এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে প্রটোকল প্রকাশ করা হবে।’ 

এলএ বাংলা টাইমস/এস/আর