লস এঞ্জেলেস

বৃদ্ধি পেতে পারে ‘স্টে হোম’ অর্ডারের সময়



লস এঞ্জেলেস মেয়র এরিক গারসিটি বলেছেন কভিড নাইনটিন সংক্রমণ  ও আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তা অব্যাহত থাকলে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থানের (স্টে হোম) সময় বাড়তে পারে।

আজ লস এঞ্জেলেসে করোনা নমুনা পরীক্ষার শতকরা ৫০ ভাগই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে যাদের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে। মেয়র বলেন, ‘গত সপ্তাহের আগেও সংখ্যাটি ৩০ শতাংশের কম ছিল যা গত সপ্তাহে ৪০ শতাংশ ছিল। যে হারে সংক্রমণ বাড়ছে তা ভীতিজনক।’

স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, কভিড নাইনটিনের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমাগতভাবে এই বৃদ্ধি অব্যাহত থাকলে রোগীদের যথাযথ সেবা প্রদানে সমস্যা তৈরি হতে পারে।’ বুধবার কাউন্টিতে নতুন করে ২৪৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬৫ জন। গত সপ্তাহে ১৪০ জনে এক জন সংক্রামিত ছিল যা বর্তমানে ১০০ জনে বা প্রতি ৭০ জনে এক জন বলে ধারণা করা হচ্ছে।                                             

গত সপ্তাহে মেয়র গারসিটি ঘোষণা করেছিলেন করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে সমস্ত তথ্য অনলাইনে প্রকাশ করা হবে যাতে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে এবং ঝুঁকি নির্দেশ করতে লাল, কমলা,  হলুদ ও সবুজ প্রতীকের ব্যাবহার হবে বলে জানিয়েছিলেন।

বর্তমানে লস এঞ্জেলেসে কমলা প্রতীকে অর্থ সংক্রমণ ঝুঁকি প্রবল এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং মনে করতে হবে তিনিসহ সকলেই করোনায় আক্রান্ত। মেয়র বলেন, সংক্রমণ হার অব্যাহতভাবে বাড়তে থাকলে স্বাস্থ্য ব্যাবস্থা টিকিয়ে রাখতে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হবো’ তাই সকলকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

এলএ বাংলা টাইমস/এ/আই