লস এঞ্জেলেস

এবার নিজ জন্মভূমিতে পোড়ানো হলো মেলানিয়া ট্রাম্পের মূর্তি


এবার নিজ জন্মভূমি স্লোভেনিয়াতে পোড়ানো হলো ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মূর্তি। ৪ জুলাই রাতে এতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। এমন সময়ে এটি পোড়ানো হলো যেদিন ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ৪ জুলাই রাতের এ ঘটনায় মূর্তিটি পুড়ে কালো হয়ে যায়। পরে এর ধ্বংসাবশেষ সরিয়ে নেয় পুলিশ।

কাঠের তৈরি ওই মূর্তিটি তৈরি করেছিলেন ব্র্যাড ডাউনি নামে বার্লিনে বসবাসকারী একজন মার্কিন স্থপতি। এ ঘটনায় ইতোমধ্যেই পুলিশে অভিযোগ দিয়েছেন তিনি। তিনি বলেন, আমি জানতে চাই কেন তারা (অগ্নিসংযোগকারীরা) এমন কাজ করেছে!

এ বিষয়ে ওয়াশিংটনে মেলানিয়া ট্রাম্প বা তার কোনও কর্মকর্তার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। স্লোভেনিয়ার পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। স্থানীয় পুলিশের মুখপাত্র অ্যালেংকা ড্রেনিক জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা যাবে না।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ