লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে করোনা সংক্রমণের দ্বিগুণ বৃদ্ধি



অরেঞ্জ কাউন্টি সম্প্রতি করোনা সংক্রমণের হার নাটকীয় মোড় নিয়েছে। করোনাভাইরাস মহামারি শুরু থেকে এক সপ্তাহে প্রথমবারের মতো এক হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।  তিন সপ্তাহের মধ্যে সংক্রমণের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা দ্বিতীয় দিন কোভিড-১৯ এর আরও এক হাজারেরও বেশি নতুন আক্রান্তের খবর প্রকাশ করেছেন। যা ভাইরাসের সংক্রমণে যথেষ্ট বৃদ্ধি হিসাবে বর্ণনা করা হয়েছে। 

কাউন্টি ২৪ ঘন্টায় নতুন ২২৬ জন মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০২ জনে। কাউন্টির মৃত্যুর প্রায় অর্ধেকই দক্ষ নার্সিং সুবিধা বঞ্চিত বলে জানা গেছে। 

অরেন্জ কাউন্টির হেলথ ডিরেক্টার ডা. ক্লেটন চাউয়ের মতে, গত কয়েক দিনে এই মহামারি শুরুর পর থেকে মোট আক্রান্তের ১১৬% এরও বেশি পরীক্ষা করা হয়েছে। তিনি আরো জানান যে অরেঞ্জ কাউন্টির প্রথম রেকর্ড হওয়া কেস ২৫ জানুয়ারি ছিল। কর্মকর্তারা গত মাস বা তার পরে পরীক্ষার ফলাফলের অংশটিকে স্পর্শকাতর বলে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেন যে পরীক্ষার ফলাফলগুলো রিপোর্ট করতে আরো ল্যাব প্রয়োজন যার জন্য আমাদের করোনা পরীক্ষা বিলম্বিত হচ্ছে।

এলএ বাংলা টাইমস/এ/আই