লস এঞ্জেলেস

করোনার সঙ্গে ৯৩ দিন সংগ্রাম করে সুস্থ যুবক



৩২ বছর বয়সী মাইকেল ওরেন্টস করনাভাইরাসের সঙ্গে ৯৩ দিন কঠোর সংগ্রাম করে সুস্থ হয়ে উঠেছেন। ইংগউডের সেন্টিনেলা মেডিক্যাল হাসপাতাল সেন্টার থেকে তিনি সুস্থ হন। ওরেন্টস মার্চ মাসের শেষে স্পেন থেকে ফিরে করোনায় আক্রান হন। এরপর প্রাণঘাতী করোনাভাইরসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওই সময় তিনি জানতেন না পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তিন মাস হাসপাতালে বন্ধী থাকতে হবে। 

ডাক্তার পেরিয়েস প্যাটেল বলেন, তার স্বাস্থ্যের অবস্থা নিম্নমুখী নয়। তিনি একজন স্বাস্থ্যবান যুবক। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, তার অবস্থা ভেঙ্গে পড়েছে। তিনি দুই মাস আইসিওতে ছিলেন। তাকে ভেণ্টিলেটারও দেওয়া হয়েছিলো। ভাইরাসের সাথে লড়াই করে ওরেন্টসকে খুব হালকা দেখাচ্ছিলো। ডাক্তাররা বলেছেন এই কয়েক মাসে তিনি ৩৫ শতাংশ ওজন হারিয়েছেন। 

মেডিক্যাল টিমের সহয়তায় বৃহস্পতিবার ওরেন্টস হাসপাতাল ত্যাগ করেন এবং তার দু বছর বয়সী মেয়ের সাথে পুনরায় দেখা করেন। হাসপাতালে থাকার সময়ে মেয়েকে শুধু চোখের দেখা দেখতে পেতেন তিনি। পরিবারের সদস্যদের দ্বারা বেষ্টিত হয়ে তিনি হুয়িলচেয়ারে বসে ছিলেন। আর তার বাবা মেডিক্যাল টিমের সদস্য ও ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন তার ছেলেকে সুস্থ করে দেবার জন্য। 

লস এঞ্জেলেস কাউন্টিতে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। বৃস্পতিবার দু হাজার সাইত্রিশ জন মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঁদের মধ্যে ২৬ শতাংশ আইসিওতে এবং ১৭ শতাংশকে ভেণ্টিলেটার দেওয়া হয়েছে। গেলো কয়েক সপ্তাহে করনায় আক্রান্তের হার বৃদ্ধির সাথে সাথে হাসপাতালে ভর্তির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। লস এঞ্জেলেসে ১২৪,৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩,৬৮৯ জন।

এলএ বাংলা টাইমস/এস/আর