লস এঞ্জেলেস

মাদক পাচারে আটক ৫১, বাজেয়াপ্ত $৪ মিলিয়ন ডলার



ইনল্যান্ড এম্পায়ারে মাদক পাচারে জড়িত থাকার দায়ে সম্প্রতি ৫১ জনকে আটক ও চার মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার এটর্নি জেনারেল জেভিয়ার বেসেরা। 

গত দুই মাসে এই অঞ্চলে সতেরোটি গোপন অভিযান পরিচালনা করেছেন ক্যালিফোর্নিয়ার জাস্টিস ডিপার্টমেন্টের ইনল্যান্ড ক্র্যাকডাউন এলাইড টাস্ক ফোর্স। এটর্নি জেনারেল বেসেরার কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।   

একান্ন জনকে মানি লন্ডারিং ও মাদক পাচারের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তবে কর্মকর্তা আটক কোনো ব্যক্তির নাম প্রকাশ করেনি। মাদক কেনার চার মিলিয়ন ইউ.এস ডলারও বাজেয়াপ্ত করা হয়েছে। 

কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস মহামারির মধ্যে পাচারকারীরা মাদক দ্রব্য কেনার জন্য ক্যালিফোর্নিয়ায় চলাচল ব্যাপক বৃদ্ধি করেছে। স্বাস্থ্য খাতে জরুরি অবস্থার কারণে বাজেয়প্ত অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ব্যবসায় বন্ধ হবার কারণে পাচারকারীদের জন্য অর্থ আদান প্রদান জটিল হয়ে পড়ে। বেসেরা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, করোনাভাইরাস মহামারিও পাচারকারীদের মাদক দ্রব্য পাচার বন্ধ করতে পারেনি। মহামারির সময়েও এই গ্রেফতার একটি কঠোর বার্তা প্রদান করছে যে আমরা অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা চালিয়ে যাবো।’ 

জাস্টিস ডিপার্টমেন্টের টাস্ক ফোর্স মাদক পাচার ও মানি লন্ডারিং সম্পর্কিত অপরাধ ও সহিংসতা রোধে কাজ করছে। এই ফোর্স স্থানীয়, স্টেট ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের নিয়ে গঠিত।

এলএ বাংলা টাইমস/এস/আর