লস এঞ্জেলেস

নতুন ভিসা আদেশ বাতিলে মামলা বিদেশী শিক্ষার্থীদের



ক্যালফোর্নিয়ায় ট্রাম্প প্রশাসনের জারি করা আদেশ বাতিল করতে আদালতে মামলা করেছেন সাত জন বিদেশী শিক্ষার্থী। এই সপ্তাহে ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয় যে সকল বিদেশী শিক্ষার্থীর সব ক্লাস অনলাইনে হবে তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। এমআইটি ও হাভার্ড বিশ্ববিদ্যালয়ের পর ক্যালিফোর্নিয়া সেন্ট্রাল ডিসট্রিক্টে এই মামলা করে বিদেশী শিক্ষার্থীরা।

এটর্নি মার্ক রোসেনবাউম বলেন, ‘এই নীতি বিদেশী শিক্ষার্থীদের সরাসরি ক্লাসে অংশ নিতে বলছে। বিশ্ববিদ্যালয়গুলো এরকম করলে এর মূল্য জীবন দিয়ে দিতে হবে এবং ক্যাম্পাস সম্প্রদায়কে ঝুঁকির মধ্যে ফেলবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মাথায় রেখে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্তের গুটি হিসেবে বিদেশী শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে।’  

সোমবার ইউ.এস. ইমিগ্রশন এন্ড কাস্টমস এনফোর্সম্যান্ট থেকে বলা হয়, ফল সেমিস্টারে যে সকল বিদেশী শিক্ষার্থীর সম্পূর্ণ ক্লাস অনলাইনে হবে তারা যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না। তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে নতুবা এমন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে যেখানে সরাসরি ক্লাস হয়। 

এলএ বাংলা টামিস/এ/আই