লস এঞ্জেলেস

কানাডার চাইতে এলএ কাউন্টিতে করোনা রোগী বেশি: গ্যারসেটি


করোনাভাইরাস প্রাদুর্ভাবে লস এঞ্জেলেস কাউন্টির ভয়াবহ অবস্থা তুলে ধরেছেন মেয়র এরিক গ্যারসেটি। সোমবার এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, এলএ কাউন্টিতে নিশ্চিত করোনা রোগীর সংখ্যা এখন সারা কানাডার চাইতে বেশি। এটি স্বাধীন দেশ হলে অবস্থান হতো ২০তম।  

সোমবারে কাউন্টির পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানায়, কাউন্টিতে করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজারের বেশি। এদিন রিপোর্টে এসেছে নতুন করে ২৫০০ জনের আক্রান্তের খবর। এছাড়া ১৩ জনের মৃত্যু। অপরদিকে কানাডায় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ২৩৪ জন। 

গ্যারসেটি বলেন, এত বেশি মানুষ আগে আক্রান্ত হননি। আগে প্রতিদিন আক্রান্তের সংখ্যা এত বেশি ছিল না। হাসপাতালেও ভর্তি হচ্ছে আগের চাইতে অনেক বেশি রোগী। আমরা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে এনেছিলাম সেখানে ফিরে যেতে হবে। 

পরিস্থিতি বুঝার জন্য রেড, অরেঞ্জ ও গ্রিন তিন রঙ ব্যবহারের কথা জানিয়েছিল প্রশাসন। মেয়রের মতে এখন পরিস্থিতি রয়েছে অরেঞ্জ অবস্থায়। তবে তা রেড পরিস্থিতির অনুকূলে। যা সর্বোচ্চ সতর্কতার চিহ্ন। 

মেয়র আরো বলেছিলেন, ইন্ডিকেটর যখন অরেঞ্জ তখন আপনাকে যতটা সম্ভব ঘরে থাকতে হবে।  শুধুমাত্র জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বেরুনো যাবে। এছাড়া সতর্ক থাকতে হবে অন্যরা আক্রান্ত হতে পারে। 

এলএ/বাংলা টাইমস/এন/এইচ