লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস ও বোজম্যানের মধ্যে চালু হচ্ছে ননস্টপ ফ্লাইট




বোজম্যান এবং লস এঞ্জেলেসের মধ্যে সারা বছর ধরে প্রতিদিন ননস্টপ ফ্লাইট সরবরাহের জন্য আলাস্কা এয়ারলাইনস ইউনাইটেড এয়ারলাইন্সে যোগদান করছে। এই সেবা চালু হবে নভেম্বর থেকে। বোজম্যান ইয়েলোস্টোন আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ব্রায়ান স্প্রেঞ্জার জানিয়েছেন, এয়ারলাইনস ২০ নভেম্বর থেকে যাত্রা শুরু করবে এবং প্রতিটি পথেই কম দামে যা সর্বনিম্ন  ৮৯ ডলার দিয়ে যাত্রী সেবা প্রদান করবে।’ 

তিনি বলেন, ‘বোজম্যানে পরিসেবা সম্প্রসারণের প্রতিযোগিতা এবং আগ্রহ দেখায় এবং আমরা রাজি হই যার ফলে নভেম্বর মাস থেকে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা উচ্ছ্বাসিত সম্মেলিত ভাবে কাজ শুরু করতে পারছি। যা সকলের জন্যই ভালো। এই ভ্রমণের ফলে প্রতিবছর প্রায় ১০,০০০ লোক এ অঞ্চলে আসবে। যা বছরে ১৩,০০০ পর্যন্ত পৌঁছতে পারে।

শুরুতে এয়ারলাইন্সগুলো প্রতিদিন একটি ফ্লাইট ইনবাউন্ড এবং একটি ফ্লাইট আউটবাউন্ডে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে স্প্রেঞ্জার বলেন, এটি চাহিদার ভিত্তিতেই করা হয়েছে এবং চাহিদা বাড়লে ফ্লাইট সংখ্যা বাড়ানো হতে পারে।’

এলএ বাংলা টাইমস/এ/আই