লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে নতুন কমিউনিটি পুলিশের ঘোষণা দিলেন মেয়র



লস এঞ্জেলেস সিটির মেয়র এরিক গারসিটি লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট থেকে নতুন কমিউনিটি পুলিশিং এর জন্য নতুন ব্যুরি খোলার ঘোষণা দিয়েছেন। কমিউনিটি সেফটি পার্টনারশিপ ব্যুরি নামে নতুন এই বিভাগ লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের সম্পদ ব্যবহার করে গঠন করা হবে। এর মাধ্যমে এক জন অফিসারকে পাঁচ বছরের জন্য এক জায়গার দায়িত্ব দেওয়া হবে। তাদের দায়িত্ব হবে কমিউনিটির মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা এবং অপরাধ কমিয়ে একে অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। 

মেয়র বলেন, ‘এটা এক সেট নীতি ও প্রক্রিয়া। এটা একটা প্রচেষ্টাও। আমরা চাই প্রত্যেক লস এঞ্জেলেসবাসী নিরাপদ অনুভব করুক। শুধু পার্ক বা তাদের বাড়ির সামনের রাস্তায় নয় তারা পুলিশের সামনেও নিরাপদ অনুভব করবেন। এই পদক্ষেপ নেওয়ার স্পষ্ট কারণ রয়েছে। একুশ শতকের আইন প্রয়োগে আমরা নেতৃত্ব প্রদান করতে চাই। যার মূলে থাকবে জবাবদিহিতা ও স্বচ্ছতা।’  

শুধু সোয়ার্ন অফিসার নয় বরং ব্যুরির উর্ধ্বতন কর্মকর্তাও হবেন সোয়ার্ন ডেপুটি চিফ। যাদের মধ্যে একজন সিভিলিয়ান কমান্ডার থাকবেন। যিনি একটি কমিউনিটি কাউন্সিলের দায়িত্বে থাকবেন। যাতে কমিউনিটির নেতা, সিটি কাউন্সিলের প্রতিনিধি ও প্রোগ্রামে ফান্ডিং পার্টনাররা থাকবেন।   

মেয়র বলেন, ‘এই উদ্যোগ হলো একটি বৃহত্তর কৌশলের অংশ। এর মাধ্যমে বল প্রয়োগ কমে আসবে। যে সংস্কৃতিতে আমরা আছি এটার পরিবর্তন হবে।’  তিনি বলেন, ‘এই নতুন প্যারাডিজিমকে কিভাবে বর্ণনা করবো বুঝতে পারছি না। কিন্তু এটা বলতে পারি এটা কমিউনিটি পুলিশিং। এটা পারস্পারিক সহযোগিতামূলক জন নিরাপত্তা। শুধু পুলিশ ডিপার্টমেন্ট নয়, এটা আমাদের সকলের।’

নতুন এই ব্যুরির ডেপুটি চিফ করা হয়েছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগের একজন কৃষ্ণাঙ্গ নারী ক্যাপ্টেন এমাডা ই. টিংগারাইডসকে। পুলিশ প্রধান মিশেল মোর বলেন, ‘ ডিপার্টমেন্টের জন্য অন্যতম ক্রিটিক্যাল সিদ্ধান্ত টা আমি নিলাম।’ 

লস এঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঞ্চলে পুলিশ কর্তৃক জর্জ ফ্লয়েড সহ আরও একাধিক কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভের কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

এলএ বাংলা টাইমস/এস/আর