লস এঞ্জেলেস

করোনায় ক্যালিফোর্নিয়ায় ডিভোর্স বেড়েছে



ক্যালিফোর্নিয়ার বেশ কয়েক জন এটর্নি বলছেন করোনাভাইরাস মহামারির মধ্যে ক্যালিফোর্নিয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্সের হার বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডমোস্টিক সহিংসতাও বৃদ্ধি পেয়েছে। 

ওয়ালনাট ক্রিকের ফ্যামিলি ল এটর্নি জো ওয়োলচ বলেন, অধিক মানুষ ডিভোর্সের কথা শুধু বলছেন না, তারা এটা খুব দ্রুত করছেন।’ তিনি বলেন, ‘আমি বলবো ফোন বেশি বেজে চলেছে। অন্য সময় তারা বেশি ভাগ সময় বাহিরে থাকতো। কিন্তু এখন তাদের সে সুযোগ নেই। তাই মানুষ বেশি মাত্রায় সচেতন হয়ে উঠছে এবং বুঝতে পারছে তারা আর এক সাথে থাকতে পারবে না।’

অধিকন্তু যারা ডিভোর্স প্রদান করতে চাচ্ছে তাদেরও করোনার কারণে আরও জটিলতার মধ্যে পড়তে  হচ্ছে। সাউথার্ন ক্যালিফোর্নিয়ার এক জন এটর্নি বলেন, বেশির ভাগ কোর্ট বন্ধ। কিংবা কর্মঘণ্টা ও স্ট্যাফ কমিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলে লিগাল ইস্যু গুলো সমাধানে সমস্যা তৈরি হচ্ছে। 

বেশ কিছু অনলাইন সাইট প্রতিবেদনে উল্লেখ করে মার্চ থেকে ডিভোর্স সম্পর্কিত তথ্যের অনুসন্ধান ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডমোস্টিক সহিংসতাও বৃদ্ধি পেয়েছে। 

করোনাভাইরাস মহামারি মানুষের সামনে আরেকটি দিক উম্নোচন করেছে তা হলো জীবন খুবই সংক্ষিপ্ত। ওয়োলচ বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য অসুখী হবার মতো জীবন হইতো বড় নয়। তাই তারা তাদের জীবন আরও ভালো করতে অধিকতর ভালো অপশন খোজছে। এটা হতে পারে তাদের শিশুর জীবন বা সামগ্রিক অর্থে সামনে এগিয়ে চলা।’ 

এলএ বাংলা টাইমস/এস/আর