লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় $৬০০ বেকার সুবিধার বিবেচনা করবেন ল’মেকাররা



করোনাভাইরাস মহামারি ক্যালিফোর্নিয়ার অর্থনীতিকে ধ্বংস করে চলেছে। অনেক মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন।  ফেডারেল সরকারের ৬০০ ডলার করে দেওয়া বেকার সুবিধার মেয়াদ শেষ হতে চলেছে। যেই অর্থের ওপর অনেক বেকার নির্ভর করছেন। এই জন্য ক্যালিফোর্নিয়ার ল মেকাররা বিবেচনা করে দেখছেন সম্পূরক এই সুবিধা আরও চালিয়ে নেওয়া যায় কিনা।   

লেজিজলেটিভ ওয়ার্কিং গ্রুপের নেতা ফিল টিং বলেন, বিদ্যমান বেকার সুবিধার মেয়াদ বৃদ্ধি করতে কংগ্রেস ব্যর্থ হলে ডেমোক্রেট ল মেকাররা ৬০০ ডলার করে দেওয়া সুবিধার মেয়াদ বাড়াতে সহয়তা করবেন। তিনি বলেন, ‘অনেক মানুষ এই অর্থের মাধ্যমে বাসা ভাড়া দেন এবং খাবার ক্রয় করেন। আমি মনে করি স্টেটের যা সম্ভব তার সব কিছু করা উচিত। বেকার মানুষদের এই গুলো পরিশোধে সহয়তা করা উচিত।’ 

২৫ জুলাই ফেডারেল সম্পূরক সুবিধা বন্ধ হয়। ফেডারেল সরকার এর মেয়াদ বৃদ্ধি না করলে এই সুবিধা সপ্তাহে ৩৪০ ডলারে নেমে আসবে। যার ফলে বিপাকে পড়বে ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার বেকার জনগণ। যারা করোনার কারণে বাধ্য হয়ে কাজ করতে পারছেন না।  

এলএ বাংলা টাইমস/এস/আর