লস এঞ্জেলেস

প্রণোদনা চ্যাক ১২০০ ডলারের বেশি হতে পারেঃ ট্রাম্প



প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন করোনাভাইরাস প্রণোদনা চ্যাক ১২০০ ডলারের চেয়ে বেশি হতে পারে। যার ফলে পরবর্তী করোনাভাইরাস রিলিফ প্যাকেজ ‘খুবই সদয়’ হবে। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে এটা এর ($১২০০) চেয়ে বেশি হবে। আমি এর পরিমাণ খুব বেশি দেখতে চাই। কারণ আমি জনগণকে খুব ভালোবাসি। আমি চাই মানুষ এই সুবিধা গ্রহণ করুক।’

তবে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি এটা কতটা বাড়ানো হবে। হোয়াইট হাউস থেকে বের হবার সময় ট্রাম্প পরবর্তী রিলিফ ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়েছেন যা সরাসরি পেম্যান্টের সাথে জড়িত। তিনি বলেন কংগ্রেস অন্যান্য বিষয়গুলো ‘পরে’ দেখতে পারবে এবং এও উল্লেখ করেন রিপাবলিকান ও ডেমোক্রেটরা বিভিন্ন বড় বড় বিষয়ে একমত নয়।   

রিপাবলিকান সিনেটররা যাদের আয় ৭৫ হাজার ডলার পর্যন্ত তাদের জন্য এক হাজার দুইশ ডলার করে সরাসরি প্রণোদনার পরিকল্পনা করেন। ডেমোক্রেকটরাও মে মাসে একই ধরনের পরিকল্পনার কথা বলেন যা মার্চ মাসে বাস্তবায়ন করা হয়। কিন্তু তৃতীয় বার আলোচনায় বসেও তারা কোনো সমঝোতা করতে পারেনি। ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মিনোচেন বলেন, ‘কোনো বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারিনি।’  

হোয়াইট হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের বলেন রিপাবলিকানরা ‘স্কিনি বিল’র প্রস্তাব করেন কিন্তু সেখানে করোনাভাইরাস নিয়ে কোনো কথা না থাকায় ডেমোক্রেটরা তা গ্রহণ করেননি। পেলোসি ও মাইনরিটি দলের নেতা চাক শিউমার ৬০০ ডলার বেকার সুবিধার মেয়াদ বৃদ্ধি করতে বলেন। এই সুবিধার মেয়াদ এই সপ্তাহেই শেষ হতে চলেছে। কিন্তু রিপাবলিকানরা সপ্তাহে ২০০ ডলার করে বেকার সুবিধা প্রদানের প্রস্তাব করেছেন।

এলএ বাংলা টাইমস/এস/আর