লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার তাপমাত্রা ৫০° সেলসিয়াস হওয়ার আশঙ্কা

তাপ প্রবাহের ফলে চলতি সপ্তাহের শেষে ক্যালিফোর্নিয়ার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১১২° ফারেনহাইট) পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। ইউটাহ, আরিজোনা ও নেভাদার  কিছু অংশও এই তাপ প্রবাহের আওতায় পড়বে বলে জানায় তারা। 

শনিবার এক টুইটে এনডব্লিউএস এ পূর্বাভাস জানায়। 

আবহাওয়াবিদরা জানান, উচ্চ চাপযুক্ত অবস্থা ওই অঞ্চলসমূহ থেকে প্রবাহিত হওয়ার ফলে তাপমাত্রার এই বৃদ্ধি ঘটবে।  

এনডব্লিউএস জনসাধারণকে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়ে ঘরের বাইরে বেশিক্ষণ না থাকার পরামর্শ দিয়েছে। তাপ প্রবাহের সময়ে বাতাসের আর্দ্রতা কম থাকবে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫ কিলোমিটার থাকায় এতে অগ্নিকাণ্ডের ঝুঁকিও রয়েছে বলে তারা জানায়। 




এলএ বাংলা টাইমস/এমকে